হোম > জাতীয়

হজ যাত্রীদের ইমিগ্রেশন হবে ঢাকায়

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

হজে যেতে ইচ্ছুক বাংলাদেশের যাত্রীদের ইমিগ্রেশন কার্যক্রম এখন থেকে যাত্রার আগেই সম্পন্ন করা হবে। এই লক্ষে, সৌদি আরব আজ রোববার বাংলাদেশের সঙ্গে ‘রুট-টু-মক্কা’ শীর্ষক একটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে।

স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের সঙ্গে রোববার সৌদি স্বরাষ্ট্র উপমন্ত্রী ড. নাসের বিন আব্দুল আজিজ আল দাউদের বৈঠকের পর স্মারকটি স্বাক্ষর হয়েছে।

আসাদুজ্জামান খান সাংবাদিকদের জানান, উভয় পক্ষ দুটি সমঝোতা স্মারক সই করেছে। একটি হল নিরাপত্তা সহযোগিতা চুক্তি। আরেকটি হল রুট-টু-মক্কা সার্ভিস অ্যাগ্রিমেন্ট।

সৌদি আরবে অবতরণের পর সে দেশের ইমিগ্রেশনের কাজ বাংলাদেশে সম্পন্ন করেই হজযাত্রীরা উড়োজাহাজে আরোহণ করবেন, এমন ব্যবস্থা করার কথা রুট-টু-মক্কা স্মারকে বলা হয়েছে। আগে পরীক্ষামূলকভাবে এ ব্যবস্থা চালু করা হয়েছে। বিষয়টি প্রাতিষ্ঠানিক ব্যবস্থার আওতায় আনতে স্মারকটি স্বাক্ষর করল দুই দেশ। 

সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জাবেদ পাটোয়ারি বলেছেন, ২০১৯ সাল থেকে পরীক্ষামূলকভাবে রুট-টু-মক্কা বাস্তবায়ন হচ্ছিল। এখন আনুষ্ঠানিকতা মেনে চুক্তি হলো। এরপর থেকে যারা হজে যাবেন, ইমিগ্রেশন বাংলাদেশে হবে। সৌদি বিমানবন্দরে নেমে হজযাত্রীরা গাড়িতে উঠে যাবেন। তাদের লাগেজ হোটেল চলে যাবে। 

এ ছাড়া, সৌদি আরবে প্রায় ২৭ লাখ ৬০ হাজার বাংলাদেশি কর্মী বসবাস করেন। তাদের অনেকে বিভিন্ন ধরনের অপরাধে জড়িত। অনেকে আবার সে দেশে অপরাধের শিকার হয়ে থাকেন। এই প্রেক্ষাপটে দুই দেশের আইনশৃঙ্খলা বাহিনীগুলোর মধ্যে তথ্য আদানপ্রদান সহজ করতে নিরাপত্তা সহযোগিতা করল সৌদি আরব।  

সাংবাদিক আনিস আলমগীরের মুক্তি চায় অ্যামনেস্টি

জিয়াউলের বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে গুম-খুনের অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

বিএনপি নেতা ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে: চিফ প্রসিকিউটর

ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

৮ ভুয়া প্রতিষ্ঠানের নামে অর্ধশতকোটি টাকা লুট

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ উদ্বোধন করলেন প্রধান বিচারপতি

সৌদি আরবে বিনা অনুমতিতে রাজনৈতিক সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক, সতর্ক করল দূতাবাস

নিজের বিচার সরাসরি সম্প্রচার চান হাসানুল হক ইনু

২০ ফেব্রুয়ারি শুরু হবে অমর একুশে বইমেলা

বাংলাদেশে নির্বাচন নিয়ে ভারতের ‘নসিহত’ সম্পূর্ণ অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা