ব্রুনেইয়ের সুলতান হাসানাল বলকিয়াহ তিন দিনের রাষ্ট্রীয় সফরে আগামী শনিবার (১৫ অক্টোবর) বাংলাদেশে আসবেন। পররাষ্ট্রমন্ত্রী এ কে আবদুল মোমেন আজ মঙ্গলবার ঢাকায় এক সংবাদ ব্রিফিংয়ে ব্রুনেইয়ের সুলতানের সফরের কর্মসূচি প্রকাশ করেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, সুলতান বলকিয়াহ প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আগামী ১৬ অক্টোবর দ্বিপক্ষীয় শীর্ষ বৈঠকে মিলিত হবেন।
বৈঠকের পর দুই দেশের মধ্যে বিমান চলাচল, বাংলাদেশ থেকে সে দেশে মানবসম্পদ নিয়োগ এবং নাবিকদের সনদের স্বীকৃতি বিষয়ে তিনটি চুক্তি ও সমঝোতা স্মারকে স্বাক্ষর হওয়ার সম্ভাবনা আছে।
সুলতান বলকিয়াহ আগামী ১৭ অক্টোবর ঢাকা ত্যাগ করবেন।