হোম > জাতীয়

জনহিতকর অসমাপ্ত প্রকল্প নতুন করে শুরুর নির্দেশ ডিসিদের

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­

রোববার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে শিক্ষা ও পরিকল্পনা মন্ত্রণালয়ের উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ। ছবি: আজকের পত্রিকা

সরকার পরিবর্তনের কারণে আগের সরকারের সময় নেওয়া যেসব প্রকল্প অসমাপ্ত অবস্থায় পড়ে আছে, সেগুলোর মধ্যে জনহিতকর প্রকল্পগুলো নতুন করে শুরু করতে জেলা প্রশাসকদের (ডিসি) নির্দেশ দিয়েছেন শিক্ষা ও পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ।

আজ রোববার ওসমানী স্মৃতি মিলনায়তনে ডিসি সম্মেলনের প্রথম দিন শিক্ষা মন্ত্রণালয় এবং পরিকল্পনা মন্ত্রণালয়ের কার্য-অধিবেশন শেষে এ তথ্য জানান তিনি।

পরিকল্পনা উপদেষ্টা বলেন, ‘এখন স্থানীয় পর্যায়ে যেসব প্রকল্প চলছে সেগুলোতে অনেক অসুবিধা তৈরি হয়েছে। এর কারণ হলো- অনেকগুলো প্রকল্পে যে ঠিকাদার ছিল, সেই ঠিকাদার হয়তো টাকা নিয়ে চলে গেছেন। এখন তাঁকে পাওয়া যাচ্ছে না। অসমাপ্ত অনেকগুলো প্রকল্প রয়ে গেছে।’

ওয়াহিদউদ্দিন মাহমুদ বলেন, ‘যে সমস্ত প্রকল্প অর্ধ সমাপ্ত করে ঠিকাদারেরা চলে গেছে, যাদের পাওয়া যাচ্ছে না, সেগুলো কী করে আবার শুরু করা যায়, নতুন ঠিকাদার নিতে হলে কোনোভাবে এগুলো শুরু করে আবার শেষ করা যায়, স্থানীয়ভাবে বিভিন্ন জনহিতকর প্রকল্প বাস্তবায়ন যেন বিঘ্নিত না হয়।’

পরিকল্পনা উপদেষ্টা বলেন, ‘আগে রাজনৈতিকভাবে হলেও স্থানীয় অনেক প্রকল্পের চাহিদা ছিল, এখন সেটি নেই। আমি ডিসি মহোদয়দের বলেছি—তাঁরা নিজস্ব উদ্যোগেই যেন স্থানীয়ভাবে যেগুলো দরকার, যেমন—রাস্তাঘাট নির্মাণ, রাস্তা আছে কিন্তু সেতু নষ্ট হয়ে গেছে, কোথাও স্কুল ঘরের ভগ্নদশা, এগুলো তারা যেন নিজেদের উদ্যোগে কী ধরনের প্রকল্প নিতে হবে, তা যেন সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে পাঠান বা তাদের পরিকল্পনা আমাদের জানান।’

পরিকল্পনা উপদেষ্টা বলেন, ‘অনেকগুলো প্রকল্প যাচাই-বাছাই করে কাটছাঁট করতে গিয়ে উন্নয়ন ব্যয় কিন্তু অনেক কমে গেছে। জানুয়ারি মাস থেকে অনেকগুলো নতুন ভালো উন্নয়ন প্রকল্প শুরু হয়েছে, এগুলো যেন ডিসিরা দেখভাল করেন, সে বিষয়ে তাঁদের নির্দেশনা দেওয়া হয়েছে।’

যমুনা রেলসেতু: মেয়াদ বাড়ছে, কমছে প্রকল্পের খরচ

শুক্রবার সন্ধ্যায় দেশে আসবে ওসমান হাদির মরদেহ

অস্ত্রোপচারের সময় মারা যান ওসমান হাদি: ডা. আহাদ

ওসমান হাদির মৃত্যুতে শুক্রবার বিশেষ মোনাজাত, শনিবার রাষ্ট্রীয় শোক

হাদির মৃত্যুতে দেশ সাহসী কণ্ঠস্বর হারাল: প্রধান বিচারপতি

শহীদ ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব নেবে সরকার

ওসমান হাদির মৃত্যুর পর জাতির উদ্দেশে যা বললেন প্রধান উপদেষ্টা

জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

কিছুক্ষণের মধ্যে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির বিদায়ী সাক্ষাৎ