হোম > জাতীয়

সুদান থেকে আরও প্রায় দেড় শ বাংলাদেশি ফেরার অপেক্ষায়

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

গৃহযুদ্ধে বিধ্বস্ত সুদান থেকে বাংলাদেশের আরও প্রায় দেড় শ নাগরিক দেশে ফেরার অপেক্ষায় আছেন। দেশটিতে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তারেক আহমেদ বৃহস্পতিবার আজকের পত্রিকাকে এ কথা জানান।

সুদান থেকে এখন পর্যন্ত ৭২২ জন বাংলাদেশে ফিরেছেন জানিয়ে তিনি বলেন, 'বাংলাদেশিদের নিয়ে শেষ ফ্লাইটটি গত রোববার ছেড়ে যাওয়ার পর প্রতিদিনই নতুন করে ১৫ থেকে ২০ জন দেশে ফেরার জন্য নিবন্ধন করছেন।' 

এভাবে বৃহস্পতিবার পর্যন্ত অন্তত ১৪৭ জন দেশে ফিরতে বন্দরনগরী পোর্ট সুদানের ক্যাম্পে অবস্থান করছেন বলেও রাষ্ট্রদূত জানান। 

এর আগে পোর্ট সুদান থেকে সৌদি আরবের জেদ্দা হয়ে বাংলাদেশিদের দেশে ফেরানোর ব্যবস্থা করেছে সরকার। তবে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের কয়েক কর্মকর্তা জানান, পোর্ট সুদান থেকে জেদ্দায় অবতরণের জন্য আগে যাদের তালিকা দেওয়া হয়েছিল সৌদি সরকার একই দিনে তাদের অন-অ্যারাইভাল ভিসার অনুমতি দিয়েছে। কিন্তু দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় ছাড়পত্র দিতে এখন একটু বেশি সময় নিচ্ছে। 

ঢাকায় পররাষ্ট্র মন্ত্রণালয়ের হিসাবে, গৃহযুদ্ধ শুরুর আগে সুদানে প্রায় ১ হাজার ৫০০ বাংলাদেশি ছিলেন। ৭২২ জন ফেরার পর বর্তমানে সেখানে প্রায় ৮০০ নাগরিক আছেন বলে কর্মকর্তাদের ধারণা। 

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলী সাবরীন বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে বলেছেন, সুদান থেকে যারা ফিরতে চাইবেন, তাদের সবাইকে দেশে ফিরিয়ে আনা হবে।

যমুনা রেলসেতু: মেয়াদ বাড়ছে, কমছে প্রকল্পের খরচ

শুক্রবার সন্ধ্যায় দেশে আসবে ওসমান হাদির মরদেহ

অস্ত্রোপচারের সময় মারা যান ওসমান হাদি: ডা. আহাদ

ওসমান হাদির মৃত্যুতে শুক্রবার বিশেষ মোনাজাত, শনিবার রাষ্ট্রীয় শোক

হাদির মৃত্যুতে দেশ সাহসী কণ্ঠস্বর হারাল: প্রধান বিচারপতি

শহীদ ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব নেবে সরকার

ওসমান হাদির মৃত্যুর পর জাতির উদ্দেশে যা বললেন প্রধান উপদেষ্টা

জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

কিছুক্ষণের মধ্যে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির বিদায়ী সাক্ষাৎ