নির্বাচনী এলাকার উন্নয়নমূলক কাজ পেতে তদবির শিখতে প্রতিষ্ঠান খোলার পরামর্শ দিয়েছেন পটুয়াখালী–৩ আসনের সরকার দলীয় সংসদ সদস্য এস এম শাহাজাদা। আজ সোমবার জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনা ধন্যবাদ প্রস্তাবে আলোচনায় অংশ নিয়ে এ কথা বলেন তিনি।
স্পিকারকে উদ্দেশ করে এস এম শাহজাদা বলেন, ‘আমরা সংসদে কথা বলি। আমাকে ৭ মিনিট সময় দিয়েছেন। এ জন্য লাখ টাকার বেশি ব্যয় হয়েছে। আমরা কথা বলি, কথাগুলোর বাস্তবায়ন হওয়ার প্রয়োজন। তা না হলে শুধু কথা বলব এলাকার লোকজন ফেসবুকে দেখবেন এটা তো! আমরা যে কথাগুলো বলি এটার যদি প্রয়োজনীয়তা থাকে তাহলে তা বাস্তবায়ন হওয়া দরকার। বাস্তবায়নে আমরা মন্ত্রণালয়ে ডিও দেই। সংসদে কথা বলি। এ ছাড়া তো বাকি কোনো জায়গা নেই।’
অভিযোগ করে সরকার দলীয় এ এমপি বলেন, ‘আমরা বাস্তবায়নের ক্ষেত্রে কিছু বৈষম্য দেখি। আমরা দেখি কোনো না কোনো আসনে বিস্তর কাজ হয়। অনেক রাস্তা যায়। সেখানকার জনগণ ভোট দেয়। সেখানকার জনগণের ভোট আর আমার এলাকার জনগণের ভোট একই। এরপরও আমরা অনেক সময় বৈষম্যের শিকার হেই। এই বৈষম্য থেকে আমার নির্বাচনী এলাকা মুক্তি পাবে এই প্রার্থনা করি। না হলে জানতে চাই—কীভাবে ডিও লেটার দিয়ে কীভাবে তদবির করতে হয়। এই তদবির করার জন্য কোনো প্রতিষ্ঠান খুলতে হবে। সেখানে গিয়ে আমরা তদবির শিখব এবং কাজ নেব।’ এ সময় সংসদ সদস্যরা টেবিল চাপড়িয়ে এস এম শাহাজাদাকে সমর্থন জানান।
তিনি বলেন, তাঁর নির্বাচনী এলাকা গলাচিপার স্বাস্থ্য কমপ্লেক্সের ছাদ থেকে রোগীদের গায়ে পলেস্তারা খসে পড়ে। ফ্যান খুলে চিকিৎসকেরা আহত হন।