Ajker Patrika
হোম > জাতীয়

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএসের কম্পিউটার জব্দ করেছে দুদক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর এপিএসের কম্পিউটার জব্দ করেছে দুদক

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সহকারী একান্ত সচিবের কম্পিউটারের হার্ডডিস্ক জব্দ করে নিয়ে গেছে দুর্নীতি দমন কমিশন-দুদক। আজ বৃহস্পতিবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে এসে জননিরাপত্তা বিভাগের সচিবের অনুমতি নিয়ে হার্ডডিস্ক জব্দ করে নিয়েছে বলে জানা গেছে।  

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একাধিক সূত্রে জানা গেছে, দুর্নীতি দমন কমিশন-দুদকের তিন সদস্যের একটি প্রতিনিধি দল আজ বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে যায়। তারা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব মোহাম্মদ আবদুল মোমেনের সঙ্গে দেখা করেন। 

এরপর তারা সাবেক মন্ত্রীর দপ্তরে যান। সেখান থেকে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সহকারী একান্ত সচিব-এপিএস মনির হোসেনের কম্পিউটারের হার্ডডিস্ক খুলে নিয়ে যায়। এ ছাড়া তারা স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সাবেক একান্ত সচিব-পিএস হারুন-উর-রশিদ সম্পর্কে খোঁজ-খবর নেন। তারা হারুন-উর-রশদের গাড়িচালকের নম্বর নেন। এ ছাড়া সাবেক মন্ত্রীর দপ্তরের কয়েকজন কর্মকর্তার গাড়িচালকদের মোবাইল নম্বর সংগ্রহ করেন। 

এ বিষয়ে জানতে চাইলে দুর্নীতি দমন কমিশনের একজন উপপরিচালক আজকের পত্রিকাকে বলেন, একটি টিম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গিয়েছিল। তবে তারা সেখান থেকে কী কী আলামত জব্দ করেছে তা জানা সম্ভব হয়নি। এ বিষয়ে পরে কথা বলবেন বলে জানান। 

জানা গেছে, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান টানা দীর্ঘদিন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেছেন। আর এ সুযোগে নিয়োগ ও পছন্দের জায়গায় বদলি করিয়ে কামিয়ে নিয়েছেন হাজার কোটি টাকা। আর এসবের পেছনে ছিলেন মন্ত্রীর ব্যক্তিগত সচিব হারুন-উর-রশিদ, জনসংযোগ কর্মকর্তা-শরীফ মাহমুদ অপু, সহকারী একান্ত সচিব মনির হোসেন, প্রশাসনিক কর্মকর্তা ইব্রাহিম হোসেন। 

গত সপ্তাহে এসব কর্মকর্তার বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত নেয় দুদক। এরই অংশ হিসেবে আজ বৃহস্পতিবার মন্ত্রণালয়ে যায় দুদক দল।

৪৬তম বিসিএস লিখিত পরীক্ষা: প্রশ্ন ফাঁসের খবর ভিত্তিহীন, বিভ্রান্ত না হতে পিএসসির অনুরোধ

বিয়ের মাধ্যমে মানুষ পাপাচার থেকে বেঁচে থাকতে পারে: ধর্ম উপদেষ্টা

বগুড়া ও ফেনীতে আইসিটি ট্রেনিং অ্যান্ড ইনকিউবেশন সেন্টার করার উদ্যোগ

বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার সঙ্গে জড়িতদের প্রধান উপদেষ্টার ধন্যবাদ

বিচার বিভাগীয় কর্মচারীদের সুপ্রিম কোর্ট সচিবালয়ের অধীনস্থ করার প্রস্তাব

সংবাদপত্রের মানোন্নয়নে টাস্কফোর্স গঠন করবে সরকার: তথ্য উপদেষ্টা

৩৩ বছরে রাষ্ট্রপতির ক্ষমা পেয়েছেন কারা, জানতে চান হাইকোর্ট

আইজিপির সঙ্গে জাতিসংঘের আন্ডার সেক্রেটারি জেনারেলের সাক্ষাৎ

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঢাকায় ইইউভুক্ত দেশের ভিসা সেন্টার খোলার অনুরোধ স্বরাষ্ট্র উপদেষ্টার