কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
দ্রুততম সময়ের মধ্যে বিমানবন্দরে পিসিআর টেস্ট মেশিন বসানো হবে বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ। মন্ত্রী বলেন, 'সক্ষমতার দিক থেকে সাতটি কোম্পানিকে আমলে নেওয়া হয়েছে। এই সাত কোম্পানির মধ্য থেকেই কাজ দেওয়া হবে। কারা কাজ পাবে এই সিদ্ধান্ত আজকেই হয়ে যাবে।'
এর আগে আজ মঙ্গলবার সকাল থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমান বন্দরে প্রবাসী কল্যাণ ভবনের সামনে র্যাপিড পিসিআর ল্যাব বা করোনা পরীক্ষার মেশিন বসানোর দাবিতে আমরণ অনশনের ঘোষণা দেয় দুবাইসহ বিভিন্ন দেশগামী প্রবাসীরা। দুপুর পর্যন্ত তাঁরা বিক্ষোভ করে। তাঁদের দাবির প্রেক্ষিতে দ্রুত বিষয়টি সমাধানের লক্ষ্যে প্রবাসীদের সঙ্গে আলোচনায় বসে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়। আলোচনা শেষে সাংবাদিকদের সিদ্ধান্ত জানানো হয়।
প্রবাসী কর্মীরা বলছেন, 'আগস্ট মাসে আরব আমিরাত জানিয়েছে কোনো দেশের বিমানবন্দরে ল্যাব না থাকলে সে দেশের নাগরিকেরা আমিরাতে যেতে পারবেন না। এর এক মাস পেরিয়ে গেলেও স্বাস্থ্য অধিদপ্তর ল্যাব স্থাপনের উদ্যোগ নেয়নি বিমানবন্দর কর্তৃপক্ষ। প্রবাসীরা আন্দোলন করার পর প্রধানমন্ত্রীর নজরে এলে তিনি নির্দেশনা দিলেন, তাতেও গড়িমসি। অথচ নেপাল, পাকিস্তানের মতো দেশগুলোও এক মাস আগেই ল্যাব স্থাপন করেছে। তাঁদের কর্মীরা আরব আমিরাতে যেতে পারছে।'