হোম > জাতীয়

ঈদযাত্রায় ট্রেনের আগাম টিকিট ৭ এপ্রিল থেকে, কাউন্টারে মিলবে না

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

আগামী ২২ এপ্রিল পবিত্র ঈদুল ফিতর ধরে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ রেলওয়ে কর্তৃপক্ষ। আজ বুধবার দুপুরে রেল ভবনের সম্মেলনে কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন। সব টিকিট অনলাইনে বিক্রি করা হবে বলেও জানান মন্ত্রী।

রেলমন্ত্রী বলেন, ‘ঈদের সময় কমলাপুরের যে পরিবেশ তৈরি হয়—এটা রেলের জন্য খুবই বিব্রতকর হয়। এখন মানুষ দুই দিন কমলাপুরে থেকেও টিকিট পায় না। সব মানুষ টিকিট পাবে না। ঈদের সময় আমাদের সব অর্জন নষ্ট হয়ে যায়। তাই অনলাইনে শতভাগ টিকেট দেওয়া হবে।’

রেলমন্ত্রী বলেন, ‘৭ এপ্রিল টিকিট কাটলে যাত্রা করতে হবে ১৭ এপ্রিল, ৮ এপ্রিল টিকিট কাটলে যাত্রা করতে হবে ১৮ এপ্রিল, ৯ এপ্রিল টিকিট কাটলে যাত্রা করতে হবে ১৯ এপ্রিল, ১০ এপ্রিল টিকিট কাটলে যাত্রা করতে হবে ২০ এপ্রিল এবং ১১ এপ্রিল টিকিট কাটলে যাত্রা করতে হবে ২১ এপ্রিল।’ ঢাকা থেকে প্রতিদিন মোট ২৫ হাজার ৭৭৮টি আসনে যাত্রী পরিবহন করা হবে।

‘আন্তঃনগর ট্রেনের শোভন শ্রেণির নন এসি মোট আসনের বিপরীতে ২৫ শতাংশ দাঁড়িয়ে যাওয়ার টিকিট বিক্রি করা হবে। ঈদকে কেন্দ্র করে মোট ৯ জোড়া বিশেষ ট্রেন চালানো হবে। ফিরতি টিকিট বিক্রি শুরু হবে আগামী ১৫ এপ্রিল থেকে।’

তবে ২২, ২৩ এবং ২৪ এপ্রিলের টিকিট বিক্রি করা হবে চাঁদ দেখার ওপর নির্ভর করা হবে বলেও জানান মন্ত্রী।

আরও খবর পড়ুন:

সাংবাদিক আনিস আলমগীরের মুক্তি চায় অ্যামনেস্টি

জিয়াউলের বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে গুম-খুনের অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

বিএনপি নেতা ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে: চিফ প্রসিকিউটর

ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

৮ ভুয়া প্রতিষ্ঠানের নামে অর্ধশতকোটি টাকা লুট

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ উদ্বোধন করলেন প্রধান বিচারপতি

সৌদি আরবে বিনা অনুমতিতে রাজনৈতিক সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক, সতর্ক করল দূতাবাস

নিজের বিচার সরাসরি সম্প্রচার চান হাসানুল হক ইনু

২০ ফেব্রুয়ারি শুরু হবে অমর একুশে বইমেলা

বাংলাদেশে নির্বাচন নিয়ে ভারতের ‘নসিহত’ সম্পূর্ণ অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা