নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এক্সপ্রেসওয়ে, হাইওয়ে, গুরুত্বপূর্ণ ব্রিজ, ফ্লাইওভার, ফেরি ও মহাসড়কে ফায়ার সার্ভিসের গাড়ি থেকে টোল আদায় না করার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ফায়ার সার্ভিসের গাড়ি থেকে টোল আদায় কেন বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুলও জারি করেছেন আদালত।
এই সংক্রান্ত রিটের পরিপ্রেক্ষিতে আজ সোমবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি এস এম মাসুদ হোসেন দোলনের বেঞ্চ এ আদেশ দেন। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী মো. মনির উদ্দিন। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল তুষার কান্তি রায়।
আইনজীবী মনির উদ্দিন আজকের পত্রিকাকে বলেন, ‘এক্সপ্রেসওয়েতে একটি প্রাইভেট কারে আগুন লেগে পুড়ে যায়। তবে খবর পেয়ে আগুন নেভাতে যাওয়ার সময় এক্সপ্রেসওয়েতে ওঠার সময় টোল দিতে দেরি হয়। বিষয়টি নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। এ ছাড়া নানা সময়ে এ রকম বিষয় গণমাধ্যমে এসেছে। তাই জনস্বার্থে রিট করেছি। হাইকোর্ট পদ্মা সেতু, বঙ্গবন্ধু সেতু ব্যতীত সব মাধ্যমে ফায়ার সার্ভিসের গাড়ি থেকে টোল আদায় না করার নির্দেশ দিয়েছেন।’