হোম > জাতীয়

ইসিকে সহযোগিতা করতে চায় বিশ্বব্যাংক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নির্বাচন কমিশনকে (ইসি) সহযোগিতা করতে চায় বিশ্বব্যাংক। আজ মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বিশ্বব্যাংক এমন প্রস্তাবনা দিয়েছে বলে আজকের পত্রিকাকে জানিয়েছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। 

তিনি বলেন, ‘ওয়ার্ল্ড ব্যাংক বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেয়। তাঁরা আমাদের আর্থিক সহযোগিতা করতে চায়।’ 

কোন বিষয়ে আর্থিক সহযোগিতা করতে চায়—জানতে চাইলে অশোক কুমার দেবনাথ বলেন, ‘যেকোনো বিষয়ে। কোনো অ্যাসিসটেন্স প্রয়োজন আছে কি না জানতে চেয়েছে। আমরা বলেছি, আমাদের অ্যাসিসটেন্স প্রয়োজন নেই। আমাদের সরকার টাকা দেয়। অন্যদের কাছ থেকে আমরা টাকা নেই না। তারা সহযোগিতা করতে চাইলে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) মাধ্যমে প্রস্তাব দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।’ 

সূত্র জানায়, বৈঠকে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিভিন্ন বিষয় নিয়ে জানতে চাওয়া হয়েছে। পার্টনার সার্ভিসগুলো কীভাবে সেবা নেয়; কোনো ভোটার মারা গেলে তাঁর রিয়েল টাইম তথ্য পাওয়া যায় কি না; এনআইডি সংক্রান্ত আইন নিয়েও বিশ্বব্যাংকের প্রতিনিধি বৈঠকে জানতে চেয়েছেন। 

বিশ্বব্যাংক গ্রুপের জিটুপিএক্স ইনিশিয়েটিভ প্রোগ্রাম অফিসার মিনিতা ভার্গেসের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন—ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, ইসির আইডিয়া-২ প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (প্রশাসন ও অর্থ) মুহাম্মদ হাসানুজ্জামান, সিনিয়র মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার ফারজানা আখতার প্রমুখ।

সাংবাদিক আনিস আলমগীরের মুক্তি চায় অ্যামনেস্টি

জিয়াউলের বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে গুম-খুনের অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

বিএনপি নেতা ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে: চিফ প্রসিকিউটর

ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

৮ ভুয়া প্রতিষ্ঠানের নামে অর্ধশতকোটি টাকা লুট

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ উদ্বোধন করলেন প্রধান বিচারপতি

সৌদি আরবে বিনা অনুমতিতে রাজনৈতিক সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক, সতর্ক করল দূতাবাস

নিজের বিচার সরাসরি সম্প্রচার চান হাসানুল হক ইনু

২০ ফেব্রুয়ারি শুরু হবে অমর একুশে বইমেলা

বাংলাদেশে নির্বাচন নিয়ে ভারতের ‘নসিহত’ সম্পূর্ণ অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা