Ajker Patrika
হোম > জাতীয়

ইসিকে সহযোগিতা করতে চায় বিশ্বব্যাংক

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ইসিকে সহযোগিতা করতে চায় বিশ্বব্যাংক

নির্বাচন কমিশনকে (ইসি) সহযোগিতা করতে চায় বিশ্বব্যাংক। আজ মঙ্গলবার আগারগাঁওয়ের নির্বাচন ভবনে ইসির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বিশ্বব্যাংক এমন প্রস্তাবনা দিয়েছে বলে আজকের পত্রিকাকে জানিয়েছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। 

তিনি বলেন, ‘ওয়ার্ল্ড ব্যাংক বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেয়। তাঁরা আমাদের আর্থিক সহযোগিতা করতে চায়।’ 

কোন বিষয়ে আর্থিক সহযোগিতা করতে চায়—জানতে চাইলে অশোক কুমার দেবনাথ বলেন, ‘যেকোনো বিষয়ে। কোনো অ্যাসিসটেন্স প্রয়োজন আছে কি না জানতে চেয়েছে। আমরা বলেছি, আমাদের অ্যাসিসটেন্স প্রয়োজন নেই। আমাদের সরকার টাকা দেয়। অন্যদের কাছ থেকে আমরা টাকা নেই না। তারা সহযোগিতা করতে চাইলে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) মাধ্যমে প্রস্তাব দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।’ 

সূত্র জানায়, বৈঠকে জাতীয় পরিচয়পত্রের (এনআইডি) বিভিন্ন বিষয় নিয়ে জানতে চাওয়া হয়েছে। পার্টনার সার্ভিসগুলো কীভাবে সেবা নেয়; কোনো ভোটার মারা গেলে তাঁর রিয়েল টাইম তথ্য পাওয়া যায় কি না; এনআইডি সংক্রান্ত আইন নিয়েও বিশ্বব্যাংকের প্রতিনিধি বৈঠকে জানতে চেয়েছেন। 

বিশ্বব্যাংক গ্রুপের জিটুপিএক্স ইনিশিয়েটিভ প্রোগ্রাম অফিসার মিনিতা ভার্গেসের সঙ্গে অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন—ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ, ইসির আইডিয়া-২ প্রকল্পের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবুল হাসনাত মোহাম্মদ সায়েম, জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের পরিচালক (প্রশাসন ও অর্থ) মুহাম্মদ হাসানুজ্জামান, সিনিয়র মেনটেন্যান্স ইঞ্জিনিয়ার ফারজানা আখতার প্রমুখ।

সাবেক মন্ত্রী নারায়ণ ও স্ত্রীর বিরুদ্ধে দুদকের মামলা

বঙ্গবন্ধু স্যাটেলাইটের নাম পরিবর্তন করে প্রজ্ঞাপন

উন্নয়ন ব্যয় কমল ৪৯ হাজার কোটি টাকা

নিয়োগের পথ খুলল প্রাথমিকের সাড়ে ৬ হাজার শিক্ষকের

সাজাপ্রাপ্ত আসামিকে রাষ্ট্রপতির ক্ষমা কেন অসাংবিধানিক নয়, জানতে চেয়ে হাইকোর্টের রুল

মরণোত্তর স্বাধীনতা পদক পাচ্ছেন আবরার ফাহাদ

সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে শান্তিরক্ষা মিশন এলাকা পরিদর্শনে গেলেন সেনাপ্রধান

একটি পলাতক দল দেশ অস্থিতিশীল করার চেষ্টা করছে: প্রধান উপদেষ্টা

ছাপা বাকি ৩ কোটি পাঠ্যবই

সব বই নেই, ছুটির পড়া পড়বে কিসে