হোম > জাতীয়

রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চাইলে ডিসেম্বরের মধ্যে নির্বাচন: প্রেস সচিব

আজকের পত্রিকা ডেস্ক­

আজ মঙ্গলবার কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের (কেআইবি) এক অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি: আজকের পত্রিকা

রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চাইলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন হবে বলে মন্তব্য প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলমের। তিনি বলেছেন, ‘তবে সংস্কার বেশি চাইলে আরও ৬ মাস সময় দিতে হবে।’ আজ মঙ্গলবার কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের (কেআইবি) এক অনুষ্ঠানে সাংবাদিকদের এসব কথা বলেন প্রেস সচিব।

অন্তর্বর্তী সরকার নির্বাচনের একটি রোডম্যাপ দিয়েছে উল্লেখ করে প্রেস সচিব বলেন, সেই রোডম্যাপের মাধ্যমে দেশের মানুষের মধ্যে একটি জনআকাঙ্ক্ষা তৈরি করা সম্ভব হয়েছে। নির্বাচনের ক্ষেত্রে দুটি সময় বেঁধে দেওয়া হয়েছে। রাজনৈতিক দলগুলো বেশি সংস্কার না চাইলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে, আর সংস্কার বেশি চাইলে আরও ৬ মাস সময় দিতে হবে।

সরকার ‘মাইনাস টু ফর্মুলা’ নিয়ে ভাবছে না উল্লেখ করে শফিকুল আলম বলেন, ‘সবার সঙ্গে আলোচনার ভিত্তিতে দেশে ভালো একটা নির্বাচন অনুষ্ঠিত হবে।’ তিনি বলেন, ‘আওয়ামী সরকারের পতন এবং অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর দেশের মানুষের মধ্যে আকাশচুম্বী আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। তাদের আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমরা কাজ চালিয়ে যাচ্ছি।’

সরকার দেশকে স্থিতিশীলতার মধ্যে আনতে সক্ষম হয়েছে দাবি করে প্রেস সচিব বলেন, ‘অর্থনীতি যে গতিতে এগোচ্ছিল তাতে রিজার্ভ থাকার কথা ছিল ২০ বিলিয়ন ডলার; কিন্তু বর্তমানে আছে ২২ বিলিয়ন ডলার।’

আজ মঙ্গলবার কৃষিবিদ ইনস্টিটিউশন বাংলাদেশের (কেআইবি) এক অনুষ্ঠানে বক্তব্য দেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। ছবি: আজকের পত্রিকা

জুলাই-আগস্টের গণহত্যায় জড়িত ব্যক্তিদের রাজনীতি করার কোনো অধিকার নেই মন্তব্য করে প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, ‘লুটপাট-দুর্নীতি ও জুলাই-আগস্টে গণহত্যায় জড়িত ব্যক্তিদের রাজনীতি করার কোনো অধিকার নেই।’

সাংবাদিক আনিস আলমগীরের মুক্তি চায় অ্যামনেস্টি

জিয়াউলের বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে গুম-খুনের অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

বিএনপি নেতা ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে: চিফ প্রসিকিউটর

ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

৮ ভুয়া প্রতিষ্ঠানের নামে অর্ধশতকোটি টাকা লুট

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ উদ্বোধন করলেন প্রধান বিচারপতি

সৌদি আরবে বিনা অনুমতিতে রাজনৈতিক সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক, সতর্ক করল দূতাবাস

নিজের বিচার সরাসরি সম্প্রচার চান হাসানুল হক ইনু

২০ ফেব্রুয়ারি শুরু হবে অমর একুশে বইমেলা

বাংলাদেশে নির্বাচন নিয়ে ভারতের ‘নসিহত’ সম্পূর্ণ অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা