চীন বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ আম ও কাঁঠাল আমদানি করতে চায়। ড. মুহাম্মদ ইউনূস চীন সফরে যাচ্ছেন। সেখানে আরও কোন্ কোন্ বিষয়ে নিয়ে আলোচনা হবে, তা নিয়ে কাজ চলছে বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম।
আজ বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
প্রেস সচিব বলেন, চীন বাংলাদেশ থেকে বিপুল পরিমাণ আম আমদানি করতে চায়। তারা বলেছেন বাংলাদেশের আম তাদের খুবই পছন্দ। এবার তারা এমন পরিমাণ আম নেবে যাতে বাংলাদেশ সংকট পড়ে যায়।
শফিকুল আলম আরও বলেন, একই সঙ্গে বাংলাদেশের কাঁঠালও চীনাদের খুব পছন্দ। তারা এ দেশ থেকে বিপুল পরিমাণ কাঁঠাল আমদানি করতে চায়। এতে বাংলাদেশের রপ্তানি আয় চার মিলিয়ন ডলার বাড়বে বলে আশা করা যায়।