হোম > জাতীয়

পরস্পরের কাছে নির্বাচন পর্যবেক্ষক চায় ঢাকা-তাসখন্দ

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

উজবেকিস্তানে আগামী ৯ জুলাই রাষ্ট্রপতি নির্বাচন অনুষ্ঠিত হবে। সেই নির্বাচন পর্যবেক্ষণ করতে পর্যবেক্ষক পাঠাতে দেশটি বাংলাদেশ সরকারকে অনুরোধ করেছে। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের সঙ্গে ঢাকায় অনুষ্ঠিত এক বৈঠকে উজবেকিস্তানের উপ-পররাষ্ট্রমন্ত্রী অলোয়েভ বাখরমজন জুরাবোয়েভিচ এ অনুরোধ জানান। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়েছে বলে মন্ত্রণালয় আজ শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়। 

মোমেন বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচনে পর্যবেক্ষক প্রেরণের জন্য উজবেকিস্তানকেও অনুরোধ করেছেন। এছাড়া বাংলাদেশি নাগরিকেরা যাতে সহজে ভিসা পেতে পারে সে বিষয়েও তিনি উজবেক উপ-পররাষ্ট্রমন্ত্রীকে অনুরোধ জানান। 

দুই মন্ত্রী বাংলাদেশ বিমানের ঢাকা–দিল্লি ফ্লাইট এবং উজবেক এয়ারের দিল্লি–তাসখন্দ ফ্লাইট দুটোর মধ্যে কোড শেয়ারিং পদ্ধতিতে আকাশপথে যাতায়াত শুরু করার বিষয়ে আলাপ করেন। পরবর্তীতে চাহিদা বিবেচনা করে ঢাকা ও তাসখন্দের মধ্যে সরাসরি ফ্লাইট চালু করা সম্ভব হবে বলে তাঁরা আশা প্রকাশ করেন। 

দুদেশের মধ্যে অচিরেই উড়োজাহাজ চলাচলের জন্য চুক্তি স্বাক্ষরের বিষয়ে তাঁরা আশাবাদ ব্যক্ত করেন। 

বাংলাদেশ এবং উজবেকিস্তানের মধ্যে বাণিজ্য বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশের চট্টগ্রাম ও ইরানের চাবাহার বন্দরের মধ্যে সরাসরি যোগাযোগ স্থাপিত হলে পণ্য পরিবহনে খরচ কম হবে বলে উজবেক উপ-পররাষ্ট্রমন্ত্রী আশা করেন।

যমুনা রেলসেতু: মেয়াদ বাড়ছে, কমছে প্রকল্পের খরচ

শুক্রবার সন্ধ্যায় দেশে আসবে ওসমান হাদির মরদেহ

অস্ত্রোপচারের সময় মারা যান ওসমান হাদি: ডা. আহাদ

ওসমান হাদির মৃত্যুতে শুক্রবার বিশেষ মোনাজাত, শনিবার রাষ্ট্রীয় শোক

হাদির মৃত্যুতে দেশ সাহসী কণ্ঠস্বর হারাল: প্রধান বিচারপতি

শহীদ ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব নেবে সরকার

ওসমান হাদির মৃত্যুর পর জাতির উদ্দেশে যা বললেন প্রধান উপদেষ্টা

জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

কিছুক্ষণের মধ্যে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির বিদায়ী সাক্ষাৎ