নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের আওতাধীন চারটি সংস্থার শূন্য পদের সংখ্যা ২ হাজার ৮৯০ টি। এসব শূন্যপদে নিয়োগ প্রক্রিয়া চলমান।
আজ সোমবার জাতীয় সংসদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকের কার্যপত্র থেকে এ তথ্য পাওয়া গেছে।
তথ্য অনুযায়ী, বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) বিভিন্ন শ্রেণি/গ্রেডে মোট পদ ৫ হাজার ৮৯৩ টি। এসব পদের বিপরীতে ৩ হাজার ৪০৬ জন কর্মরত। পদ শূন্য ২ হাজার ৪৮৭ টি। বাংলাদেশ সড়ক পরিবহন সমন্বয় কর্তৃপক্ষের (ডিটিসিএ) পদ সংখ্যা ২১২ টি। এর বিপরীতে কর্মরত ১০৩টি ও শূন্য পদ ১০৯ টি।
সড়ক ও মহাসড়ক বিভাগের মোট পদ ২৫১ টি। এর মধ্যে কর্মরত ১৮৪ জন। শূন্য পদ ৬৭ টি। শূন্যপদ পূরণের প্রক্রিয়া চলছে। সড়ক ও জনপথ অধিদপ্তরের পদ ৯ হাজার ৪৩১ টি। কর্মরত ৪ হাজার ৮৯৭ জন। শূন্য পদ ৪ হাজার ৫৩৪ টি। বিআরটিএ অনুমোদিত পদ ৯৩১ টি। কর্মরত ৭০৪ জন। শূন্য পদ ২২৭ টি।
কমিটির সভাপতি রওশন আরা মান্নানের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, এনামুল হক, আবু জাহির, রেজওয়ান আহম্মদ তৌফিক, ছলিম উদ্দীন তরফদার এবং সেখ সালাহউদ্দিন অংশ নেন।