হোম > জাতীয়

ক্রয়কৃত টিকার প্রথম চালান শিগগিরই বাংলাদেশে আসছে: চীনা রাষ্ট্রদূত

কূটনৈতিক প্রতিবেদক

ঢাকা: চীন থেকে ক্রয়কৃত কোভিড টিকার প্রথম চালান শিগগিরই বাংলাদেশে চলে আসবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং।

সোমবার চীনের পররাষ্ট্র নীতি নিয়ে ‘চাইনিজ ফরেন পলিসি: ইমপ্লিকেশনস অন সাউথ এশিয়ান রিজিয়ন’ শীর্ষক শিক্ষার্থীদের জন্য দেওয়া বক্তৃতার সময়ে তিনি এ তথ্য জানান।

বার্তা সংস্থা ইউএনবির প্রতিবেদনে বলা হয়েছে, ঠিক কবে আসবে তা সুনির্দিষ্ট সময় উল্লেখ না করলেও ১১ লাখ করোনার টিকা উপহার দেওয়ার বিষয়টি বক্তৃতায় উল্লেখ করেন চীনা রাষ্ট্রদূত। এ সময় বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব ও বন্ধুত্বের বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে রাষ্ট্রদূত বলেন, করোনা মহামারির কঠিন সময়ে বাংলাদেশ ও চীন একে অপরকে কার্যকরী সহযোগিতা করেছে। মানবতার কল্যাণে একটি সহযোগিতামূলক কমিউনিটি গড়ে তুলতে চীন বাংলাদেশের সঙ্গে কাজ করে যাবে বলেও উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, চীন থেকে দেশটির রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান সিনোফার্মের তৈরি ১১ লাখ টিকা উপহার হিসেবে পেয়েছে বাংলাদেশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পাওয়া এই টিকা করোনাভাইরাস প্রতিরোধে ৭০ শতাংশ সফল। এই ২৫ মে থেকে এই টিকার প্রয়োগ শুরু হয়েছে।

গত ২৭ মে একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সাংবাদিকদের জানান, সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি জনস্বাস্থ্য সংরক্ষণ ও করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে জরুরি বিবেচনায় চীনের সিনোফার্মের তৈরি দেড় কোটি ডোজ টিকা সরাসরি ক্রয়ের প্রস্তাব অনুমোদন দিয়েছে। এতে ব্যয় হবে ১৫০ মিলিয়ন ডলার। বাংলাদেশি টাকায় ১ হাজার ২৬৭ কোটি ৫০ লাখ টাকা। প্রতি ডোজের দাম পড়বে ১০ ডলার।

তবে সামাজিক মাধ্যমে এই তথ্য ছড়িয়ে পড়ার পর স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়, টিকার দাম এখনো চূড়ান্ত হয়নি। ওই কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে বদলি করার পর চীনের টিকার বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় বা অধিদপ্তরের কোনো কর্মকর্তাই আর কথা বলতে রাজি হননি।

সাংবাদিক আনিস আলমগীরের মুক্তি চায় অ্যামনেস্টি

জিয়াউলের বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে গুম-খুনের অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

বিএনপি নেতা ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে: চিফ প্রসিকিউটর

ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

৮ ভুয়া প্রতিষ্ঠানের নামে অর্ধশতকোটি টাকা লুট

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ উদ্বোধন করলেন প্রধান বিচারপতি

সৌদি আরবে বিনা অনুমতিতে রাজনৈতিক সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক, সতর্ক করল দূতাবাস

নিজের বিচার সরাসরি সম্প্রচার চান হাসানুল হক ইনু

২০ ফেব্রুয়ারি শুরু হবে অমর একুশে বইমেলা

বাংলাদেশে নির্বাচন নিয়ে ভারতের ‘নসিহত’ সম্পূর্ণ অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা