Ajker Patrika
হোম > জাতীয়

ক্রয়কৃত টিকার প্রথম চালান শিগগিরই বাংলাদেশে আসছে: চীনা রাষ্ট্রদূত

কূটনৈতিক প্রতিবেদক

ক্রয়কৃত টিকার প্রথম চালান শিগগিরই বাংলাদেশে আসছে: চীনা রাষ্ট্রদূত

ঢাকা: চীন থেকে ক্রয়কৃত কোভিড টিকার প্রথম চালান শিগগিরই বাংলাদেশে চলে আসবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং।

সোমবার চীনের পররাষ্ট্র নীতি নিয়ে ‘চাইনিজ ফরেন পলিসি: ইমপ্লিকেশনস অন সাউথ এশিয়ান রিজিয়ন’ শীর্ষক শিক্ষার্থীদের জন্য দেওয়া বক্তৃতার সময়ে তিনি এ তথ্য জানান।

বার্তা সংস্থা ইউএনবির প্রতিবেদনে বলা হয়েছে, ঠিক কবে আসবে তা সুনির্দিষ্ট সময় উল্লেখ না করলেও ১১ লাখ করোনার টিকা উপহার দেওয়ার বিষয়টি বক্তৃতায় উল্লেখ করেন চীনা রাষ্ট্রদূত। এ সময় বাংলাদেশ ও চীনের অংশীদারত্ব ও বন্ধুত্বের বিষয়টি স্মরণ করিয়ে দিয়ে রাষ্ট্রদূত বলেন, করোনা মহামারির কঠিন সময়ে বাংলাদেশ ও চীন একে অপরকে কার্যকরী সহযোগিতা করেছে। মানবতার কল্যাণে একটি সহযোগিতামূলক কমিউনিটি গড়ে তুলতে চীন বাংলাদেশের সঙ্গে কাজ করে যাবে বলেও উল্লেখ করেন তিনি।

উল্লেখ্য, চীন থেকে দেশটির রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান সিনোফার্মের তৈরি ১১ লাখ টিকা উপহার হিসেবে পেয়েছে বাংলাদেশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার অনুমোদন পাওয়া এই টিকা করোনাভাইরাস প্রতিরোধে ৭০ শতাংশ সফল। এই ২৫ মে থেকে এই টিকার প্রয়োগ শুরু হয়েছে।

গত ২৭ মে একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সাংবাদিকদের জানান, সরকারি ক্রয়সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি জনস্বাস্থ্য সংরক্ষণ ও করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে জরুরি বিবেচনায় চীনের সিনোফার্মের তৈরি দেড় কোটি ডোজ টিকা সরাসরি ক্রয়ের প্রস্তাব অনুমোদন দিয়েছে। এতে ব্যয় হবে ১৫০ মিলিয়ন ডলার। বাংলাদেশি টাকায় ১ হাজার ২৬৭ কোটি ৫০ লাখ টাকা। প্রতি ডোজের দাম পড়বে ১০ ডলার।

তবে সামাজিক মাধ্যমে এই তথ্য ছড়িয়ে পড়ার পর স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জানানো হয়, টিকার দাম এখনো চূড়ান্ত হয়নি। ওই কর্মকর্তাকে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) হিসেবে বদলি করার পর চীনের টিকার বিষয়ে স্বাস্থ্য মন্ত্রণালয় বা অধিদপ্তরের কোনো কর্মকর্তাই আর কথা বলতে রাজি হননি।

এনআইডির তথ্য ফাঁসের মামলায় সাবেক সচিব জিয়াউল ২ দিনের রিমান্ডে

বাংলাদেশ-ভারত যৌথ নদী কমিশনের বৈঠক শুরু

আবরার ফাহাদকে স্বাধীনতা পদক দেওয়া হলো কেন

জাতিসংঘ মহাসচিব আসছেন ১৩ মার্চ

ছাত্র-জনতা কোথাও অভিযান চালাতে পারে না: স্বরাষ্ট্র উপদেষ্টা

স্বাধীনতা পদক পাচ্ছেন এম এ জি ওসমানীসহ ৮ জন

স্ত্রী-কন্যাসহ সাবেক মেয়র খায়রুজ্জামান লিটনের দেশত্যাগে নিষেধাজ্ঞা

বিচারপতিদের অবমূল্যায়ন, বিশেষ নিরাপত্তা নির্দেশিকা স্থগিত

এনআইডি ইস্যুতে সরকারের কাছে জোরালো অবস্থান তুলে ধরা হবে: সিইসি

ঈদযাত্রায় লঞ্চে অতিরিক্ত যাত্রী নিলে রুট পারমিট বাতিল: নৌ উপদেষ্টা