উদ্বোধনের এক সপ্তাহ পর আগামীকাল মঙ্গলবার থেকে সুরক্ষা অ্যাপের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে শুরু হচ্ছে বুস্টার ডোজ প্রদান। শুরুতে ষাটোর্ধ্ব ও করোনাভাইরাস লড়াইয়ে সম্মুখসারির যোদ্ধাদের।
আজ সোমবার রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) এইডস নিয়ে করা এক গবেষণা প্রকাশ অনুষ্ঠানে স্বাস্থ্যসেবা বিভাগের সিনিয়র সচিব লোকমান হোসেন মিয়া এই তথ্য জানান।
লোকমান হোসেন মিয়া বলেন, দেশের টিকার কোন ঘাটতি নেই। সব শ্রেণি-পেশার মানুষকে টিকার আওতায় আনতে মেয়রদের বিশেষ ব্যবস্থা নিতে বলা হয়েছে। আমাদের ২৭ কোটি টিকা দরকার হলেও এরই মধ্যে ৩১ থেকে ৩২ কোটি টিকার ব্যবস্থা হয়েছে।
অনুষ্ঠানে শেষে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. আহমেদুল কবীর বলেন, সুরক্ষা অ্যাপ অনেকটা প্রস্তুত হওয়ায় আগামীকাল আপাতত ঢাকার ২৬টি কেন্দ্রের বেশ কয়েকটিতে এসএমএসের মাধ্যমে বুস্টার ডোজ দেওয়া শুরু হবে। পর্যায়ক্রমে গ্রামেও শুরু হবে।