Ajker Patrika
হোম > জাতীয়

বকেয়া বেতন পরিশোধের আশ্বাসে রেলের অস্থায়ী শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বকেয়া বেতন পরিশোধের আশ্বাসে রেলের অস্থায়ী শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার
রেল ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করছে বাংলাদেশ রেলওয়ের অস্থায়ী টিএলআর শ্রমিকেরা। ছবি: আজকের পত্রিকা

বকেয়া বেতন পরিশোধের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার করেছে বাংলাদেশ রেলওয়ের অস্থায়ী (টিএলআর) শ্রমিকেরা। রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম আন্দোলনরত টিএলআর শ্রমিকদের বকেয়া বেতন আগামী রোববারের (২৩ মার্চ) মধ্যে পরিশোধের আশ্বাস দেন। আশ্বাস পেয়ে আজ সোমবার রাজধানীর রেলভবনে বাংলাদেশ রেলওয়ের অস্থায়ী (টিএলআর) কর্মচারীদের পক্ষ থেকে কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেওয়া হয়।

রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম বলেন, ‘ইন্টিগ্রেটেড বাজেট অ্যান্ড অ্যাকাউন্টিং সিস্টেম (আইবাস) সংক্রান্ত জটিলতার কারণে রেলওয়ের টিএলআর শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধে সমস্যা ছিল। সে সমস্যা সমাধানে অর্থ বিভাগ ও মন্ত্রণালয় পর্যায়ে অভ্যন্তরীণ কার্যক্রম চলমান রয়েছে। আশা করা যাচ্ছে আগামী রবিবারের মধ্যে টিএলআর শ্রমিকদের বকেয়া বেতন তাদের ব্যাংক অ্যাকাউন্টে পৌঁছে যাবে।’

আগামী এপ্রিল মাস থেকে তাদের বেতন প্রতি মাসের দশ তারিখের মধ্যে পরিশোধ করা সম্ভব হবে বলেও তিনি জানান।

তাঁর এ আশ্বাসের প্রেক্ষিতে টিএলআর শ্রমিকেরা তাদের কর্মবিরতি প্রত্যাহারের ঘোষণা দেয়। তবে রোববারের মধ্যে বকেয়া বেতন পরিশোধ করা না হলে তারা পুনরায় আন্দোলন কর্মসূচি ঘোষণা করবে বলে জানায় টিএলআর শ্রমিকেরা।

ব্রিফিংকালে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ রেলপথ মন্ত্রণালয় ও রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও টিএলআর শ্রমিকদের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ঈদুল ফিতরে ড. ইউনূস ও বাংলাদেশের জনগণকে নরেন্দ্র মোদির শুভেচ্ছা

বাংলাদেশে এখন শান্তি ফিরিয়ে আনা জরুরি: প্রধান উপদেষ্টা

মার্চে হামলা, আইনি হয়রানি, হুমকি ও নির্যাতনের শিকার ৩৪ সাংবাদিক: প্রতিবেদন

‘জ্বালানি তেলের দাম অপরিবর্তিত’

এক মাসের ব্যবধানে ধর্ষণ–গণপিটুনি বেড়েছে দ্বিগুণের বেশি: এমএসএফ

বৈষম্যবিরোধী আন্দোলনের সময় নিহত সুমাইয়ার বাসায় তথ্য উপদেষ্টা

ঢাকার ঈদ উৎসব: শত বছর আগের ঐতিহ্য আর আধুনিকতার বর্ণিল চিত্র

আমরা নতুন বাংলাদেশ গড়বই, ইনশাল্লাহ: ঈদগাহে শুভেচ্ছা বক্তব্যে প্রধান উপদেষ্টা

জাতীয় ঈদগাহে ঈদের জামাত অনুষ্ঠিত

অগ্নিবীণা এক্সপ্রেসে অবৈধ যাত্রী ওঠানোর দায়ে ক্যাটারিং সার্ভিসের কার্যক্রম বন্ধ