হোম > জাতীয়

গণতন্ত্রের কথা বলে বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে, চীন কখনো এমন করে না: রাষ্ট্রদূত

সাভার (ঢাকা) প্রতিনিধি

গণতন্ত্রের কথা বলে অন্যরা বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা দিচ্ছে বলে মন্তব্য করে ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, ‘চীন কখনোই এমন করে না।’ আজ বুধবার দুপুর ১২টায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালকে ৭০০ সেট এনএস-১ ডেঙ্গু টেস্ট কিট হস্তান্তরের পর এ মন্তব্য করেন চীনা রাষ্ট্রদূত। 

চীন-বাংলাদেশের সম্পর্ক ভবিষ্যতে আরও বন্ধুত্বপূর্ণ হবে জানিয়ে বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন আরও বলেন, ‘কিছু মানুষ বলে তাঁরা নাকি বাংলাদেশ ও বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচনের প্রতি যত্নশীল। তারাই আবার বাংলাদেশের ওপর স্যাংশন দিচ্ছে, ভিসা নিষেধাজ্ঞা দিচ্ছে। কিন্তু চায়না কখনই এমন করেনা। অন্যরা স্যাংশন দিয়ে বাংলাদেশ সরকারকে, বাংলাদেশের মানুষকে চাপে ফেলছে।’  

এসব টেস্ট কিট ১৮ হাজার মানুষের কাজে লাগবে জানিয়ে ইয়াও ওয়েন বলেন, বাংলাদেশে ডেঙ্গুতে অনেক মানুষ মারা যাওয়ার কারণে চীনা দূতাবাস বাংলাদেশকে এ উপহার দিয়েছে। চীন বাংলাদেশকে ডেঙ্গু প্রতিরোধে ২৫ মিলিয়ন চীনা মুদ্রা (৩ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার) সহায়তা দেবে। আজ তার শুরু, ভবিষ্যতে আরও বেশি পরিমাণে ডেঙ্গু প্রতিরোধী সহায়তা আসবে।

এর আগে বিক্সস সম্মেলনে চায়না রাষ্ট্রপতি শি জিনপিং বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডেঙ্গু প্রতিরোধী কীট সহায়তার প্রতিশ্রুতি দিয়েছিলেন। 

এটা কি সাধারণ মানুষ বিনা মূল্যে পাবে কি না জানতে চাইলে এনাম মেডিকেল কলেজের চেয়ারম্যান ও ত্রান ও দূর্যোগ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান এনাম বলেন, ‘বেসরকারি খাতে আসা অনুদান সরকারের নীতি অনুযায়ী আমরা ব্যবহার করব। সেটা জেনে নিতে হবে। এটা কি ফ্রিতে দেওয়া হবে নাকি চার্জ নেওয়া হবে সে সিদ্ধান্ত আমরা এখনো নেইনি।

‘চীনা রাষ্ট্রদূত বলেছেন, উনার সঙ্গে আমার ভালো বন্ধুত্ব। উনি জানেন এই হাসপাতাল শ্রেষ্ঠ মানের। একটা ভালো হাসপাতালকে দিয়েই তাঁরা শুরু করেছেন।’ 

এ সময় এনাম মেডিকেল কলেজ অ্যান্ড হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা আনোয়ারুল কাদের নাজিম, হাসপাতালের পরিচালক জাহিদুর রহমান ও হাসপাতালের বিভিন্ন কর্মকর্তা ও চিকিৎসকগণ উপস্থিত ছিলেন।

বিএনপি নেতা ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে: চিফ প্রসিকিউটর

ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

৮ ভুয়া প্রতিষ্ঠানের নামে অর্ধশতকোটি টাকা লুট

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ উদ্বোধন করলেন প্রধান বিচারপতি

সৌদি আরবে বিনা অনুমতিতে রাজনৈতিক সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক, সতর্ক করল দূতাবাস

নিজের বিচার সরাসরি সম্প্রচার চান হাসানুল হক ইনু

২০ ফেব্রুয়ারি শুরু হবে অমর একুশে বইমেলা

বাংলাদেশে নির্বাচন নিয়ে ভারতের ‘নসিহত’ সম্পূর্ণ অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা

সুদানে সন্ত্রাসী হামলায় নিহত ৬ বাংলাদেশি শান্তিরক্ষীর মরদেহ আসবে শনিবার

হাসনাত কি সরকারের অংশ— ‘সেভেন সিস্টার্স’ নিয়ে অবস্থান স্পষ্ট করলেন পররাষ্ট্র উপদেষ্টা