হোম > জাতীয়

মুদ্রা পাচার রোধে নজরদারি বাড়ছে ডিজিটাল লেনদেনে

ফারুক মেহেদী, ঢাকা

মুদ্রা পাচার ও সন্ত্রাসবাদে অর্থায়ন রোধে ডিজিটাল লেনদেনকে আরও নজরদারিতে আনা হচ্ছে। এ লক্ষ্যে গঠিত কোর কমিটির আওতায় আরও দুটি সাব কমিটি করা হচ্ছে। সাব কমিটি দুটির একটি ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস খাতে মুদ্রা পাচার ও সন্ত্রাসী অর্থায়ন এবং অপর সাবকমিটি অব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের মুদ্রা পাচার ও সন্ত্রাসী অর্থায়ন ধরতে কাজ করবে।

দুর্নীতি দমন কমিশন (দুদক), সিআইডি ও বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্ট ইউনিটের (বিএফআইইউ) নেতৃত্বে গঠিত কোর কমিটির নেতৃত্বদানকারী সংস্থা হিসেবে দুদক নতুন এ দুটি সাবকমিটি গঠন করে ৩০ অক্টোবরের মধ্যে এ বিষয়ে প্রতিবেদন দিতে বিএফআইইউকে চিঠি দিয়েছে। চিঠিটি বাংলাদেশ ব্যাংকের গভর্নর, এনবিআরের চেয়ারম্যান, আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সিনিয়র সচিবসহ সংশ্লিষ্ট ১৮টি দপ্তরে পাঠানো হয়েছে।

সম্প্রতি ডিজিটাল লেনদেন বেড়ে যাওয়ায়, এ মাধ্যমে মুদ্রা পাচার ও সন্ত্রাসী অর্থায়নও বেড়ে যাওয়ার ঝুঁকি তৈরি হয়েছে। তারই ধারাবাহিকতায় অর্থমন্ত্রীর নেতৃত্বাধীন এ-সংক্রান্ত কোর কমিটির সিদ্ধান্তের ভিত্তিতে ডিজিটাল লেনদেনকে আরও কঠোর নজরদারির আওতায় আনার পদক্ষেপ নেওয়া হয়েছে। এ কার্যক্রমে ডিজিটাল ফাইন্যান্সিয়াল সার্ভিস সাব কমিটিতে লিড এজেন্সি হিসেবে থাকবে বিএফআইইউ। আর সহায়তাকারী এজেন্সি হিসেবে থাকবে এনবিআর। আর অব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের লিড এজেন্সি হিসেবে থাকবে বিএফআইইউ। সহায়তাকারী এজেন্সি হিসেবে থাকবে এনবিআর, বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগ ও বাংলাদেশ ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান পরিদর্শন বিভাগ।

এই কার্যক্রমের সমন্বয়ের সঙ্গে জড়িত দুদকের একজন উপপরিচালক বলেন, ডিজিটাল লেনদেনের ঝুঁকিগুলো কী, তা মোকাবিলায় করণীয় কী হতে পারে–এসব বিষয় তদারকি করার জন্যই কোর কমিটির আওতায় আরও দুটি সাব কমিটি করার কাজ চলছে। এ জন্য বিআইএফইউ, দুদক ও এনবিআরের সংশ্লিষ্টদের কমিটি করার জন্য অনুরোধ জানানো হয়েছে। তারা আগামী ৩০ অক্টোবরের মধ্যে বিস্তারিত প্রতিবেদন দেবেন।

দুদকের মানিলন্ডারিং বিভাগের মহাপরিচালকের পক্ষ থেকে পাঠানো ওই চিঠিতে বলা হয়, প্রতিটি সাব কমিটির লিড এজেন্সি উপযুক্ত কর্মকর্তাকে কমিটিতে যুক্ত করবেন। সাব কমিটি দেশে ডিজিটাল ফাইন্যান্সিয়াল খাতে এবং অব্যাংক ফাইন্যান্সিয়াল ইনস্টিটিউটের মাধ্যমে মুদ্রা পাচার ও সন্ত্রাসবাদে অর্থায়নের বিভিন্ন ঘটনা ধরার পাশাপাশি ঝুঁকিপূর্ণ বিষয়গুলো কী কী তা নজরদারি করে প্রতিবেদন আকারে তুলে ধরবে। 

নেতা-সন্ত্রাসীতে আঁতাত

ঢাকাকে ভারতের চোখে দেখার সম্ভাবনা কম

নবীন উদ্যোক্তাদের অভিজ্ঞতা শুনলেন প্রধান উপদেষ্টা

প্রিন্সিপাল স্টাফ অফিসারের পাকিস্তান সফর, প্রতিরক্ষা সচিবের সঙ্গে বৈঠক

প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সরানো হলো পরিচালক মনিরুজ্জামানকে

গত বছর ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা, ৬১ শতাংশই নারী: জরিপ

পাঁচ মাসে মাজার-দরগায় ৪৪ হামলা: প্রেস উইং

বিএফআইইউর সাবেক প্রধান মাসুদ বিশ্বাস গ্রেপ্তার

লেবানন থেকে ফিরলেন আরও ৪৭ বাংলাদেশি

বিয়ের পিঁড়িতে বসা হলো না হুমায়ুনের

সেকশন