হোম > জাতীয়

ধানমন্ডি ৩২ নম্বরে ভাঙচুর নিয়ে ভারতের প্রতিক্রিয়াকে ‘অনাকাঙ্ক্ষিত’ বলল পররাষ্ট্র মন্ত্রণালয়

কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা

ঢাকায় বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের কার্যালয়। ছবি: সংগৃহিত

ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের বাড়িতে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিক্রিয়ায় ভারত সরকার তীব্র নিন্দা জানিয়ে বিবৃতি দিয়েছে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের এমন প্রতিক্রিয়া ‘অপ্রত্যাশিত’ ও ‘অনাকাঙ্ক্ষিত’ বলছে ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আজ রোববার (৯ ফেব্রুয়ারি) ঢাকায় এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেছেন।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও জনকূটনীতি বিভাগের মহাপরিচালক মোহাম্মদ রফিকুল আলম বলেন, ‘গত ৬ ফেব্রুয়ারি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় বাংলাদেশের একটি বিষয়ে বক্তব্য দিয়েছে। বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এ বক্তব্য অপ্রত্যাশিত ও অনাকাঙ্ক্ষিত।’

রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে সাবেক রাষ্ট্রপতি শেখ মুজিবুর রহমানের বাড়িতে ৫ ফেব্রুয়ারি ‘বুলডোজার কর্মসূচির’ নামে হামলা ও ভাঙচুরের বিষয়ে পরদিন ৬ ফেব্রুয়ারি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের নিয়মিত ব্রিফিংয়ে মন্তব্য করা হয়। ব্রিফিংয়ে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ‘এ হামলা নিন্দনীয়।’

রফিকুল আলম বলেন, ‘আমরা প্রতিবেশী দেশটিতে নানা ধরনের বিরূপ পরিস্থিতির উদ্ভব হতে দেখেছি। কিন্তু বাংলাদেশ কোনো রাষ্ট্রের অভ্যন্তরীণ বিষয়ে সরকারিভাবে বক্তব্য প্রদান করে না। অন্য দেশের কাছ থেকেও বাংলাদেশ একই ধরনের আচরণ প্রত্যাশা করে।’

যমুনা রেলসেতু: মেয়াদ বাড়ছে, কমছে প্রকল্পের খরচ

শুক্রবার সন্ধ্যায় দেশে আসবে ওসমান হাদির মরদেহ

অস্ত্রোপচারের সময় মারা যান ওসমান হাদি: ডা. আহাদ

ওসমান হাদির মৃত্যুতে শুক্রবার বিশেষ মোনাজাত, শনিবার রাষ্ট্রীয় শোক

হাদির মৃত্যুতে দেশ সাহসী কণ্ঠস্বর হারাল: প্রধান বিচারপতি

শহীদ ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব নেবে সরকার

ওসমান হাদির মৃত্যুর পর জাতির উদ্দেশে যা বললেন প্রধান উপদেষ্টা

জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

কিছুক্ষণের মধ্যে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির বিদায়ী সাক্ষাৎ