Ajker Patrika
হোম > জাতীয়

ডেঙ্গুতে কমেছে শনাক্ত ও মৃত্যু 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডেঙ্গুতে কমেছে শনাক্ত ও মৃত্যু 

সেপ্টেম্বর থেকে শুরু হওয়া ডেঙ্গুর ভয়াবহতা এখনো অব্যাহত রয়েছে। গত দুই মাসে সবচেয়ে বেশি ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত ও মৃত্যু কমেছে। আগের দিন যেখানে শনাক্ত রোগী ৯শ ছুঁই ছুঁই থাকলেও এক দিনে তা কমে ৩ শ’র নিচে নেমেছে। 

আজ শুক্রবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। 

স্বাস্থ্য অধিদপ্তর বলছে, টানা তিন দিন ৫ জন করে মারা গেলেও গত ২৪ ঘণ্টায় (বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত) মৃতের সংখ্যা একজনে নেমেছে। এই নিয়ে এ বছর মৃতের সংখ্যা ১৯৩ জনে দাঁড়াল। এর মধ্যে চলতি মাসেই মারা গেছেন ৫২ জন। 

বছরের শুরুতে ডেঙ্গুর প্রকোপ শুরু হলেও জুনে প্রথম একজনের মৃত্যু হয়। এরপর জুলাইয়ে ৯ জন, আগস্টে ১১ জন, সেপ্টেম্বরে ৩৪ জন এবং অক্টোবরে এই সংখ্যা ছিল ৮৬ জন। 

অন্যদিকে আগের দিন ৮৮৮ জন আক্রান্ত হলেও গত ২৪ ঘণ্টায় সেটি কমে দাঁড়িয়েছে ২৬৬ জনে। এতে করে আক্রান্তের সংখ্যা বেড়ে ৪৬ হাজার ৭৫২ জনে পৌঁছেছে। বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন ৩ হাজার ২৫২ জন। এর মধ্যে ঢাকায় ১ হাজার ৯২৩ জন এবং ঢাকার বাইরে ১ হাজার ৩২৯ জন। 

অতীতের মতো এবারও ডেঙ্গুর সর্বোচ্চ প্রকোপ রাজধানীতে। এখন পর্যন্ত ৩০ হাজার ৭৮২ জন আক্রান্ত ও ১১৬ জনের মৃত্যু হয়েছে এখানে।

এক ছাতায় সব নাগরিক সেবা

অবসরের আগে পদোন্নতি নিয়ে আগের পথেই অন্তর্বর্তী সরকার

ঈদযাত্রার ট্রেনের টিকিট বিক্রি শুরু হতে পারে ১৪ মার্চ

ঐকমত্যের ভিত্তিতে নির্বাচন নিয়ে সিদ্ধান্ত: পরিবেশ উপদেষ্টা

স্কুলে ভর্তিতে সুবিধা এককালীন, কোটার সঙ্গে তুলনীয় নয়

বেক্সিমকোর ৩ প্রতিষ্ঠানে স্বতন্ত্র পরিচালক নিয়োগে বাধা কাটল

নির্বাচনের চূড়ান্ত তারিখ প্রধান উপদেষ্টা ঘোষণা করবেন: উপদেষ্টা রিজওয়ানা

জেনেভায় জাতিসংঘের প্রতিবেদন উপস্থাপন অনুষ্ঠানে যাচ্ছেন দুই উপদেষ্টা

গণপরিষদ নিয়ে ভাবছে না ইসি, একমাত্র লক্ষ্য জাতীয় নির্বাচন

পিএসসির মাধ্যমে আরও ২ হাজার চিকিৎসক নিয়োগ দেবে সরকার