আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউশন টিম থেকে পদত্যাগ করেছেন আরও চার সদস্য। চিফ প্রসিকিউটরের দায়িত্বে থাকা সৈয়দ হায়দার আলীসহ মোখলেসুর রহমান বাদল, রানা দাশ গুপ্ত ও সুলতান মাহমুদ সীমন আজ মঙ্গলবার পদত্যাগ করেছেন। এ নিয়ে গত দুই দিনে মোট ১০ প্রসিকিউটর পদত্যাগ করলেন।
প্রসিকিউশনের প্রশাসনিক কর্মকর্তা মাসুদ রানা মঙ্গলবার আজকের পত্রিকাকে বলেন, ‘১৪ জনের মধ্যে গতকাল ছয়জন ও আজকে চারজনের কাগজ পেয়েছি। বাকিরাও দু-এক দিনের মধ্যে পদত্যাগপত্র দেবেন।’
মানবতাবিরোধী অপরাধের বিচারে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয় ২০১০ সালের ২৫ মার্চ। ২০১২ সালের ২২ মার্চ ট্রাইব্যুনাল-২ নামে আরেকটি ট্রাইব্যুনাল গঠন করা হয়।
২০১৫ সালের ১৫ সেপ্টেম্বর দুটিকে একীভূত করে আবার একটি ট্রাইব্যুনাল করা হয়। এখন একটি ট্রাইব্যুনালে বিচার কাজ চলছে।