মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সিনিয়র সচিব শেখ আব্দুর রশিদকে দুই বছরের জন্য চুক্তিভিত্তিক মন্ত্রিপরিষদ সচিব করা হয়েছে। আজ মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখার সিনিয়র সহকারী সচিব নিলুফা ইয়াসমিন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপনে বলা হয়, ২০১৮ সালের সরকারি চাকরি আইনের ৪৯ ধারা অনুযায়ী শেখ আব্দুর রশিদকে অন্য কোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা-সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান বা সংগঠনের সঙ্গে কর্মসম্পর্ক পরিত্যাগের শর্তে ১৪ অক্টোবর অথবা যোগদানের তারিখ থেকে পরবর্তী দুই বছরের মেয়াদে মন্ত্রিপরিষদ সচিব পদে চুক্তিভিত্তিক নিয়োগ দেওয়া হলো।
বর্তমান মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেনের চাকরির মেয়াদ আগামী ১৩ অক্টোবর শেষ হলেও আগামীকাল বুধবার (৯ অক্টোবর) তাঁর শেষ কর্মদিবস। কেননা আগামী বৃহস্পতিবার (১০ অক্টোবর) থেকে রোববার (১৩ অক্টোবর) পর্যন্ত সরকারি ছুটি রয়েছে।