হোম > জাতীয়

দক্ষ জনশক্তি রপ্তানি বাড়াতে চাহিদাভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হবে: প্রবাসীকল্যাণ প্রতিমন্ত্রী

বিশেষ প্রতিনিধি, ঢাকা

মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে দক্ষ জনশক্তি রপ্তানি বাড়াতে চাহিদাভিত্তিক বা দেশভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হবে বলে জানিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শফিকুর রহমান চৌধুরী। 

আজ শনিবার দুবাইয়ের একটি হোটেলে আয়োজিত এক মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন। 

প্রতিমন্ত্রী বলেন, ‘যে দেশে যে ধরনের জনবলের চাহিদা আছে, সেই দেশে সেই ধরনের জনবল পাঠানো হবে। সে লক্ষ্যে আমরা চাহিদাভিত্তিক বা দেশভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনবল প্রেরণের ব্যবস্থা নেব।’ 
 
জানা গেছে, বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে যেসব কোম্পানি জনবল আমদানি করে থাকে, তাদের মধ্য থেকে প্রথম সারির ১৬টি কোম্পানির চেয়ারম্যান বা প্রধান নির্বাহীকে আমন্ত্রণ জানানো হয়েছিল ওই আলোচনা সভায়। 

সভায় সংযুক্ত আরব আমিরাতে দক্ষ জনশক্তি প্রেরণে কী কী ধরনের পদক্ষেপ গ্রহণ করা যায়, কী ধরনের দক্ষ জনশক্তি বা কোন ধরনের চাহিদাসম্পন্ন কর্মী তাঁদের প্রয়োজন কিংবা বাংলাদেশ থেকে আরও বেশিসংখ্যক কর্মী প্রেরণের জন্য করণীয় বিষয়ে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর সঙ্গে তাঁরা আলোচনা করেন। 

বেশির ভাগ কোম্পানির ভিসা প্রসেসিংয়ে দীর্ঘসূত্রতার বিষয়ে জানতে চাইলে প্রতিমন্ত্রী এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সমাধানের উদ্যোগ নেওয়া হবে বলে জানান। 

সভায় সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফর, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খাইরুল আলম, বাংলাদেশ কনস্যুলেট, দুবাই ও উত্তর আমিরাতের কনসাল জেনারেল বি এম জামাল হোসেন, কনস্যুলেটের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

ঢাকাকে ভারতের চোখে দেখার সম্ভাবনা কম

নবীন উদ্যোক্তাদের অভিজ্ঞতা শুনলেন প্রধান উপদেষ্টা

প্রিন্সিপাল স্টাফ অফিসারের পাকিস্তান সফর, প্রতিরক্ষা সচিবের সঙ্গে বৈঠক

প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সরানো হলো পরিচালক মনিরুজ্জামানকে

গত বছর ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা, ৬১ শতাংশই নারী: জরিপ

পাঁচ মাসে মাজার-দরগায় ৪৪ হামলা: প্রেস উইং

বিএফআইইউর সাবেক প্রধান মাসুদ বিশ্বাস গ্রেপ্তার

লেবানন থেকে ফিরলেন আরও ৪৭ বাংলাদেশি

বিয়ের পিঁড়িতে বসা হলো না হুমায়ুনের

জুলাই ঘোষণাপত্র নিয়ে মতামত দিতে রাজনৈতিক দলগুলোকে ৬ দিন সময়

সেকশন