আজ দেশের সকল টেলিভিশন চ্যানেল, রেডিও, অনলাইন ও সামাজিক মাধ্যমে 'তরুণ প্রজন্মের চোখে বঙ্গবন্ধু শেখ মুজিব' অনুষ্ঠান প্রচারিত হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় শোক দিবস উপলক্ষে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদ্যাপন জাতীয় বাস্তবায়ন কমিটি নিবেদিত 'তরুণ প্রজন্মের চোখে বঙ্গবন্ধু শেখ মুজিব' শিরোনামে বিটিভির মাধ্যমে ৫০ মিনিটের একটি বিশেষ আলোচনা অনুষ্ঠান ধারণ করা হয়েছে। অনুষ্ঠানটির ভিডিও বিটিভি হতে বেসরকারি টেলিভিশন চ্যানেল মালিকদের সংগঠন অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো)-এর কাছে দেওয়া হয়েছে।
এই ভিডিওটি সংগ্রহ করে আজ সন্ধ্যা ৭টা থেকে রাত ১০টার মধ্যে সুবিধাজনক সময়ে প্রচারের জন্য নির্দেশক্রমে অনুরোধ জানানো হয়েছে। প্রচারের সুনির্দিষ্ট সময় জানিয়ে স্ক্রল বার্তা প্রচারের জন্যও বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।