Ajker Patrika
হোম > জাতীয়

গণপরিবহনে যাত্রী হয়রানি বন্ধে লিগ্যাল নোটিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

গণপরিবহনে যাত্রী হয়রানি বন্ধে লিগ্যাল নোটিশ

গণপরিবহনে  সম্প্রতি বেআইনি, অযৌক্তিক ও অস্বাভাবিক ভাড়া বৃদ্ধির নামে সাধারণ নাগরিকদের হেনস্তা ও হয়রানি বন্ধে কার্যকর ব্যবস্থা নিতে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার সড়ক পরিবহন সচিব, বিআরটিএর চেয়ারম্যান ও বিআইডব্লিউটিএর চেয়ারম্যানকে এই নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী আবু তালেব।  

নোটিশে বলা হয়েছে, সম্প্রতি জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে গণপরিবহনের ভাড়া অস্বাভাবিক হারে বৃদ্ধি করা হয়েছে। যা দেশের প্রচলিত আইন এবং নৈতিকতার পরিপন্থী। ভাড়া নির্ধারণের আইনি ভিত্তি কী? এটি কি মালিকদের দাবির মুখে অনুমোদন দেওয়া হয়? না কিলোমিটারপ্রতি ভাড়া নির্ধারণে সংসদ প্রণীত আইনের অধীনে কখন ও কত বছর পর ভাড়া বাড়ানো হবে এ মর্মে কী বিধি রয়েছে তার স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে।

নোটিশে আরও বলা হয়, ঢাকাসহ দেশের সব রুটের ভাড়া নির্ধারণ করে প্রচলিত আইন অনুযায়ী সব পরিবহনে চার্ট টানানো বাধ্যতামূলক করতে হবে। সুনির্দিষ্ট স্টপেজে সাইনবোর্ড কিংবা ইলেকট্রনিক বিলবোর্ডে সেগুলো লিখে ডিসপ্লে করতে হবে। যাতে যাত্রীরা ভাড়া সম্পর্কে অবগত হতে পারেন। ছাত্র-ছাত্রীদের বাস ও লঞ্চ ভাড়া অর্ধেক নেওয়ার সিদ্ধান্ত অনতিবিলম্বে বিজ্ঞাপন আকারে প্রকাশ করতে হবে। সারা দেশের কতগুলো গণপরিবহনের ফিটনেস সার্টিফিকেট আছে ও কতগুলোর নেই তা দ্রুত জানাতে হবে। কত সংখ্যক ড্রাইভারের লাইসেন্স আছে তাও জানাতে হবে।

ওয়ে-বিলের বিষয়ে বলা হয়, এটি মানুষ ঠকানোর একটি হাতিয়ার মাত্র। এটার কথিত প্রয়োগ যথাশিগগির বন্ধ ও বাতিল করতে হবে। সাত দিনের মধ্যে কার্যকর ব্যবস্থা গ্রহণ না করলে উচ্চ আদালতে রিট করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়।

আদানির সঙ্গে চুক্তি বাতিলের সুযোগ নিচ্ছে না সরকার

জাতীয় নির্বাচন সুষ্ঠু করতে আগে স্থানীয় নির্বাচন চাই

বাংলাদেশি প্রতিষ্ঠানের সঙ্গে কাজ শুরু করেছে স্টারলিংক

পিলখানা হত্যাকাণ্ড মামলায় শেখ হাসিনাসহ ১৫ জনের সাক্ষ্য চায় কমিশন

চার মন্ত্রণালয় ও প্রতিষ্ঠানের সেবা ডিজিটাইজ করার নির্দেশ দিল সরকার

ভারতের চোখে বাংলাদেশকে দেখা যুক্তরাষ্ট্রের ঠিক হবে না: ড্যানিলোভিচ

গত দশ বছর ভিসা না পাওয়ার কারণে বাংলাদেশে আসতে পারিনি: মাইলাম

একাত্তর ও এক-এগারোর সময় বাংলাদেশ বিষয়ে মার্কিন নীতি ভুল ছিল: ড্যানিলোভিচ

নিষিদ্ধ হিযবুত তাহরীরের ৩৬ সদস্য গ্রেপ্তার

দেশটা কি কাপুরুষের দেশ হয়ে গেল: ঢামেকে উপদেষ্টা শারমীন