Ajker Patrika
হোম > জাতীয়

বাসায় বিদ্যুৎ-গ্যাস বন্ধ হয়ে গেলে বিএনপি নেতা-কর্মীরা কী করবে, অসহযোগ প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

বাসায় বিদ্যুৎ-গ্যাস বন্ধ হয়ে গেলে বিএনপি নেতা-কর্মীরা কী করবে, অসহযোগ প্রশ্নে স্বরাষ্ট্রমন্ত্রী

অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে বিএনপির পক্ষ থেকে সরকারকে সব ধরনের কর, খাজনা, পানি, গ্যাস ও বিদ্যুৎ বিল দেওয়া স্থগিত রাখার অনুরোধ জানানো হয়েছে। এ বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খানের কাছে জানতে চাইলে তিনি বলেন, ‘তাদের (বিএনপি নেতা-কর্মী) বাসায় বিদ্যুৎ-গ্যাস বন্ধ হয়ে গেলে তারা কী করবে?’ 

আজ বুধবার দুপুরে সচিবালয়ে নিজ কক্ষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।  

বর্তমান সরকারকে এখন থেকে আর কোনো সহযোগিতা না করতে প্রশাসন ও দেশবাসীকে আহ্বান জানিয়েছে বিএনপি। সেই সঙ্গে আগামী ৭ জানুয়ারির ভোট বর্জনের আহ্বান জানিয়েছে দলটি। 

এর আগে দুপুরের দিকে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ভার্চ্যুয়াল সংবাদ সম্মেলনে সরকারকে সর্বাত্মকভাবে অসহযোগিতার আহ্বান জানিয়ে, আগামী ৭ জানুয়ারির ডামি নির্বাচন বর্জন; নির্বাচনে ভোট গ্রহণে নিযুক্ত কর্মকর্তা-কর্মচারীগণ দায়িত্ব পালনে বিরত থাকা; সরকারকে ধরনের ট্যাক্স, খাজনা, ইউটিলিটি বিল এবং অন্যান্য প্রদেয় স্থগিত রাখা; ব্যাংকে টাকা জমা রাখা নিরাপদ কি না, সেটি ভেবে দেখা; গায়েবি মামলায় অভিযুক্ত রাজনৈতিক নেতা-কর্মীদের আদালতে মামলায় হাজিরা দেওয়া থেকে বিরত থাকার অনুরোধ জানানো হয়।

আবার স্মার্ট কার্ড বিতরণ শুরু এপ্রিলে

জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে দল নিবন্ধনের আবেদন চায় ইসি

ঈদযাত্রায় পদ্মা সেতুতে গাড়ির গতিসীমা বাড়ছে

১৫ রোজার মধ্যে সড়কের সংস্কারকাজ শেষ করার নির্দেশ সড়ক উপদেষ্টার

মাগুরায় শিশু ধর্ষণ মামলার বিচার ১৮০ দিনের মধ্যে শেষ করার নির্দেশ হাই কোর্টের

পলিটেকনিকের শিক্ষকের ২০ কোটি টাকার অবৈধ সম্পদ, দুদকের মামলা

কুয়েতের বিনিয়োগকারীদের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

দুই পানি শোধনাগার প্রকল্প ১০ বছর ধরে আটকা, প্রধান উপদেষ্টার বিস্ময়

ধর্ষণ মামলা ১৫ দিনে তদন্ত ও ৯০ দিনের মধ্যে বিচার করতে হবে: আইন উপদেষ্টা

ধর্ষণ প্রতিরোধে সামাজিক আন্দোলন করতে হবে: উপদেষ্টা ফরিদা