Ajker Patrika
হোম > জাতীয়

‘ভুতুড়ে সংবাদপত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

‘ভুতুড়ে সংবাদপত্রের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে’

তথ্যমন্ত্রী হাছান মাহমুদ বলেছেন, অনেক পত্রিকাই অসত্য খবর প্রকাশ করে। এদের কোনো বৈধতা নেই। এরাই হলো ভুতুড়ে পত্রিকা। এরা সাংবাদিকদের বেতন দিতে পারে না। ফলে ওই সাংবাদিকেরা চাঁদাবাজিতে লিপ্ত হয়ে গণমাধ্যমের নাম খারাপ করে। এই পত্রিকাগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 

আজ মঙ্গলবার জাতীয় শোক দিবস উপলক্ষে ‘সাংবাদিকতায় বঙ্গবন্ধু’ শীর্ষক আলোচনায় সভায় তিনি এ কথা বলেন। 

মন্ত্রী বলেন, তথ্য উপাত্ত সংগ্রহ করে অনলাইন গণমাধ্যমের অনুমতি দিচ্ছি। যারা অনলাইনের মাধ্যমে ভিন্ন উদ্দেশ্যে সংবাদ প্রচার করে, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নিচ্ছি। 

ক্ষমতাসীন আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, বাকশাল প্রতিষ্ঠার পর কেন কিছু সংবাদপত্র বন্ধ করা হয়েছিল? কারণ তারা ভুল খবর প্রকাশ করছিল। তবে তখন কোনো সাংবাদিক বেকার হয়নি। যারা বেকার ছিল তাদের চাকরি দেওয়া হয়েছিল। যারা পাননি তাঁরা তথ্য মন্ত্রণালয় থেকে টাকা নিয়ে আসতেন। 

প্রধানমন্ত্রী সাংবাদিকদের জন্য সব ধরনের সুবিধা দিচ্ছেন দাবি করে তথ্যমন্ত্রী বলেন, আশপাশের দেশেও এ ধরনের সুবিধা দেওয়া হয়নি। সাংবাদিকদের জন্যই কল্যাণ ট্রাস্ট গঠন করা হয়েছে। এর মাধ্যমেই সাংবাদিকের পরিবারের সদস্যদের বিভিন্ন সহায়তা করা হবে। গণমাধ্যমের বিকাশের জন্য প্রধানমন্ত্রী যে কাজ করেছেন, অন্য কেউ তা করেনি। 

হাছান মাহমুদ বলেন, সাংবাদিকদের অবাধ স্বাধীনতা যেমন প্রয়োজন, তেমনি সাংবাদিকতা ও গণমাধ্যমের নীতি নৈতিকতা প্রয়োজন। এর জন্য দরকার বিষয়ভিত্তিক কর্মশালার আয়োজন। এ ছাড়া সাংবাদিকদের বহু সমিতি হয়ে গেছে। এগুলো নিয়েও ভাবার সময় এসেছে। সবাই সম্মিলিত ভাবে কাজ করলে গণমাধ্যমে শৃঙ্খলা বজায় থাকবে।

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী হলেন ক্যালিফোর্নিয়ার পরিবহন বিশেষজ্ঞ

মানবতাবিরোধী অপরাধের জন্য হাসিনাকে বিচারের মুখোমুখি হতে হবে: প্রধান উপদেষ্টা

এস আলম গ্রুপের আরও ১১ সদস্যের দেশত্যাগে নিষেধাজ্ঞা

প্রধান উপদেষ্টার আরও দুই বিশেষ সহকারী নিয়োগ

পুতুলের সূচনা ফাউন্ডেশনের ১৪টি ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

৫.৬ মাত্রার ভূমিকম্পে কাঁপল ঢাকা–সিলেট

উপদেষ্টা হিসেবে শপথ নিলেন অধ্যাপক সি আর আবরার

এক ছাতায় সব নাগরিক সেবা

অবসরের আগে পদোন্নতি নিয়ে আগের পথেই অন্তর্বর্তী সরকার

ঈদযাত্রার ট্রেনের টিকিট বিক্রি শুরু হতে পারে ১৪ মার্চ