নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ঘূর্ণিঝড় সিত্রাংয়ে দেশের ৩১ জেলায় বিভিন্ন ফসলের ১০ হাজার ২০০ হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। যা ৩১ জেলার মোট ফসলি জমির শূন্য দশমিক ৪০ শতাংশ। এতে দেড় লাখ কৃষকের ৩৪৭ কোটি টাকার ফসল ক্ষতিগ্রস্ত হয়েছে।
বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে। আজ সোমবার ডিএই থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, ক্ষতিগ্রস্ত ফসলের মধ্যে ৫ হাজার ৬০০ হেক্টর জমির আমন, সবজি ২ হাজার ৮০০ হেক্টর, পানবরজ ৮৮ হেক্টর। তবে অর্থের দিক থেকে পানবরজ সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে। পানের বরজে ১৬২ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ডিএই।