Ajker Patrika
হোম > জাতীয়

সিআইডির সাবেক প্রধান মোহাম্মদ আলীসহ ছয়জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

সিআইডির সাবেক প্রধান মোহাম্মদ আলীসহ ছয়জনের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু
সিআইডির সাবেক প্রধান ও অতিরিক্ত আইজিপি মোহাম্মদ আলী মিয়া। ফাইল ছবি

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সাবেক প্রধান ও অতিরিক্ত আইজি মোহাম্মদ আলী মিয়াসহ পুলিশের ছয় কর্মকর্তার বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতি অভিযোগ অনুসন্ধানের শুরু করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ রোববার দুদকের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা‍ অনুসন্ধানের বিষয়টি জানিয়েছন।

এর আগে ১৩ মার্চ সিআইডির সাবেক প্রধান ও তাঁর দুর্নীতিতে সহায়তাকারী পুলিশ সদস্যের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্ত হয়। তাঁদের দুর্নীতির অনুসন্ধানের দায়িত্ব দেওয়া হয়েছে দুদকের সহকারী পরিচালক মো. সাজিদ-উর-রোমানকে।

বিসিএস (পুলিশ) ক্যাডার ১৫তম ব্যাচে সহকারী পুলিশ সুপার হিসেবে ১৯৯৫ সালের ১৫ নভেম্বর যোগ দেন গোপালগঞ্জের কোটালীপাড়ার মোহাম্মদ আলী মিয়া। ২০২২ সালের আগস্টে তিনি সিআইডিপ্রধান হন।

গত ৫ আগস্ট গণ-অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার পতনের পর ১৩ আগস্ট মোহাম্মদ আলীকে সিআইডি থেকে সরিয়ে পুলিশ সদর দপ্তরে সংযুক্ত করা হয়। এরপর গত ২২ আগস্ট তাঁকে বাধ্যতামূলক অবসরে পাঠানো হয়।

সিআইডিপ্রধান ছাড়া বাকি পুলিশ কর্মকর্তারা হলেন সিআইডির প্রশাসন শাখার বিশেষ পুলিশ সুপার মিনহাজুল ইসলাম, বিশেষ পুলিশ সুপার (ঢাকা মহানগর পশ্চিম) এ কে এম ইমরান ভূঁইয়া, সাইবার ক্রাইমের অতিরিক্ত পুলিশ সুপার জুয়েল চাকমা, পরিদর্শক মানব শাহাজাদা ও পরিদর্শক মনিরুজ্জামান।

৭ মহানগরে কখন কোথায় হবে ঈদের জামাত

নির্বিঘ্ন যাত্রায় স্বস্তিতে বাড়ির পানে মানুষ

ভোলা ও চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে রোববার ঈদ

মিয়ানমার যাচ্ছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর উদ্ধারকারী দল

সৌদি আরবে কাল ঈদ

চীন সফর শেষে দেশে ফিরলেন ড. ইউনূস

চীনকে বাংলাদেশের ভালো বন্ধু হিসেবে দেখা জরুরি: ড. ইউনূস

সচিবালয়ে কর্মরতদের রেশন দেবে সরকার, ক্ষুব্ধ বাইরে কর্মরতরা

চট্টগ্রাম–কুনমিং সরাসরি ফ্লাইট চালু হচ্ছে, কমবে চিকিৎসা খরচ

ঢাকা, চট্টগ্রাম ও সিলেট ভূমিকম্পের ঝুঁকিতে: ফায়ার সার্ভিস