Ajker Patrika
হোম > জাতীয়

ঈদের আগেই বেতন-বোনাস পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঈদের আগেই বেতন-বোনাস পাবেন এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা

পবিত্র ঈদুল ফিতরের আগেই এমপিওভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক-কর্মচারীদের এপ্রিল মাসের বেতন এবং ঈদুল ফিতরের বোনাস দেওয়া হবে। মন্ত্রণালয়ের বাজেট শাখা থেকে ইতিমধ্যে শিক্ষকদের বেতন-ভাতার পাস করা হয়েছে। 

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) সূত্রে জানা গেছে, মাউশি থেকে পাঠানো এমপিওভুক্ত শিক্ষকদের এপ্রিল মাসের বেতন-ভাতার প্রস্তাব বৃহস্পতিবার বিকেলে বাজেট শাখা থেকে পাস করা হয়েছে। এটি এখন অধিদপ্তরে পাঠানো হচ্ছে। আাগামী সপ্তাহে অধিদপ্তর থেকে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে বলে জানা গেছে। 

শিক্ষকদের এপ্রিল মাসের বেতন-বোনাসের বিষয়ে মাউশির উপসচিব (বাজেট) মো. নূর-ই-আলম বলেন, এমপিওভুক্ত শিক্ষকদের এপ্রিল মাসের বেতন ও ঈদুল ফিতরের উৎসব ভাতার প্রস্তাব পাস করা হয়েছে। এটি অধিদপ্তরের পাঠানোর প্রক্রিয়া চলছে। আগামী সপ্তাহে শিক্ষকেরা বেতন-বোনাসের সরকারি অংশের অর্থ পাবেন। 

প্রতিমাসে এমপিওভুক্ত শিক্ষকদের বেতনের প্রস্তাব তিনটি ভিন্ন অধিদপ্তর থেকে মন্ত্রণালয়ে পাঠানো হয়ে থাকে। এরপর মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট শাখা থেকে সেই প্রস্তাব অনুমোদন দিলে পরবর্তীতে অধিদপ্তর থেকে ব্যাংকগুলোতে অর্থ বরাদ্দের চেক পাঠানো হয়। এরপর শিক্ষকেরা তফসিলে ব্যাংক থেকে বেতন-ভাতার সরকারি অংশ উত্তোলন করেন। 

এদিকে চাঁদ দেখা সাপেক্ষে আগামী ৩মে পবিত্র ঈদুল ফিতর উদ্‌যাপিত হবে। ঈদের আগে ব্যাংক বন্ধ থাকায় এবার বেতন পাওয়া নিয়ে সংশয় তৈরি হয়েছিল। তবে মন্ত্রণালয় থেকে এপ্রিল মাসের এমপিওর প্রস্তাব অনুমোদন করায় শিক্ষকেরা ঈদের আগেই বেতন-বোনাস পাবেন বলে আশা করা হচ্ছে।

সরকারি মাঠে খেলতে ৮ হাজার টাকা

সি চিনপিংয়ের সঙ্গে ২৮ মার্চ প্রধান উপদেষ্টার বৈঠকের সম্ভাবনা

এনআইডির তথ্য ফাঁস করে ২০ হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগ জিয়াউলের বিরুদ্ধে

সাবেক সিনিয়র সচিব জিয়াউল আলম গ্রেপ্তার

দেশে গণপিটুনিতে ৭ মাসে নিহত ১১৯ জন

রমজানে প্রতিদিন সাড়ে ৪ ঘণ্টা বন্ধ থাকবে ঢাকার সিএনজি স্টেশন

পাচারের টাকা ফেরাতে পাশে থাকবে মার্কিন নাগরিক সমাজ: সাবেক রাষ্ট্রদূত মাইলাম

সংশ্লিষ্টদের শ্রম আইন সংস্কারের নির্দেশ দিলেন প্রধান উপদেষ্টা

বাংলাদেশে রোহিঙ্গাদের জন্য জাতিসংঘের রেশনে বড় কাটছাঁট, তীব্র খাদ্যসংকটের আশঙ্কা

পিলখানা হত্যাকাণ্ডের তথ্য চেয়ে গণবিজ্ঞপ্তি