নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দেশের স্মার্ট ড্রাইভিং লাইসেন্স প্রিন্ট ও বিতরণের দীর্ঘসূত্রতায় অসন্তোষ প্রকাশ করেছে সংসদীয় কমিটি। আবেদনকারীদের কাছে দ্রুত লাইসেন্স বিতরণে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করেছে কমিটি।
আজ সোমবার জাতীয় সংসদের সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির বৈঠকে এ সুপারিশ করা হয় বলে সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
গত ১৬ জুন অনুষ্ঠিত কমিটির বৈঠকে এ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সেখানেও কমিটির সদস্যরা অসন্তোষ প্রকাশ করেন। সেই বৈঠকে কমিটির সভাপতি রওশন আরা মান্নান বলেন, ‘বিআরটিএ থেকে দীর্ঘদিন যাবৎ স্মার্ট ড্রাইভিং লাইসেন্স প্রাপ্তির ক্ষেত্রে গ্রাহকেরা চরম ভোগান্তির মধ্যে রয়েছে এবং যে কোনো সেবা প্রাপ্তির ক্ষেত্রে দালালের মাধ্যমে নিতে হয়। ১২ লাখ ড্রাইভিং লাইসেন্স এবং নবায়নযোগ্য ২৫ লাখ লাইসেন্স ছাপানোর অপেক্ষায় রয়েছে। দীর্ঘদিন যাবৎ স্মার্ট ড্রাইভিং লাইসেন্স ছাপানোর কার্যক্রম ধীর গতিতে হওয়ায় সাধারণ মানুষ ভোগান্তির শিকার হচ্ছে। ফলে তাদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হচ্ছে। বিষয়টি নিরসন হওয়া দরকার।’
বৈঠকে মানুষের জীবন নিরাপত্তা নিশ্চিত করে সব ধরনের অবকাঠামো নির্মাণ এবং মহাসড়কে জনগণের জীবনের নিরাপত্তা বিধান ও নিরাপদ রাখা লক্ষ্যে নসিমন, করিমন, সিএনজি চালিত অটোরিকশা ইঞ্জিনচালিত রিকশা চলাচল বন্ধ করতে বিভাগীয় কমিশনার, ডিআইজি, অতিরিক্ত আইজিপির (হাইওয়ে) সমন্বয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য মন্ত্রণালয়কে আবার সুপারিশ করা হয়।
কমিটি সড়ক ও জনপথ অধিদপ্তরের নতুন নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদের দক্ষতা বৃদ্ধির জন্য বুনিয়াদি প্রশিক্ষণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য মন্ত্রণালয়কে সুপারিশ করে।
কমিটির সভাপতি রওশন আরা মান্নানের সভাপতিত্বে সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে কমিটির সদস্য সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, এনামুল হক, আবু জাহির, রেজওয়ান আহম্মদ তৌফিক, ছলিম উদ্দীন তরফদার এবং সেখ সালাহউদ্দিন অংশ নেন।