হোম > জাতীয়

ডাকঘর ডিজিটালাইজেশন হচ্ছে: ডাকমন্ত্রী 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ডিজিটাল যুগের উপযোগী ডাকব্যবস্থা প্রতিষ্ঠায় ডাকঘর ডিজিটাইজেশনের পথনকশা তৈরি করা হয়েছে, আর শিগগিরই তা বাস্তবায়ন শুরু হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার।

আজ শনিবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিবৃতিতে এ তথ্য জানিয়েছেন তিনি।

আগামীকাল রোববার (৯ অক্টোবর) বিশ্ব ডাক দিবস উপলক্ষে দেওয়া বিবৃতিতে বলা হয়, ডাকব্যবস্থাকে ডিজিটাইজ করার পাশাপাশি ৪৫ হাজার কর্মকর্তা-কর্মচারীকে ডিজিটাল দক্ষতা প্রদানের কাজ এরই মধ্যে শুরু হয়েছে। এর মধ্য দিয়ে উৎপাদনমুখী কর্মকাণ্ডের ডিজিটাইজেশনের ভিত তৈরি হলো।

ডাকব্যবস্থার উন্নয়নে ১৪টি শর্টিং সেন্টার নির্মাণ ও ডিজিটাইজ করার পাশাপাশি রেলে চিলিং বগি ও ডাকের গাড়িতে চিলিং ভ্যান চালুর পরিকল্পনার কথাও জানান ডাকমন্ত্রী।

দেশে ডাকঘরের যে বিশাল অবকাঠামো ও জনবল আছে তা দেশের অন্য যেকোনো প্রতিষ্ঠানের নেই উল্লেখ করে মন্ত্রী বলেন, হিমায়িত খাবার, নিত্যপ্রয়োজনীয় পণ্য প্রত্যন্ত ও দুর্গম এলাকায় পৌঁছে দিতে ও আনতে ডাকঘরের বিকল্প নেই।

ই-কমার্সের জন্য ডাকঘর এখন নির্ভরযোগ্য প্রতিষ্ঠানে পরিণত হয়েছে বলে দাবি করেন ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী। তিনি বলেন, গ্রাহকেরা তাঁদের পণ্যের সবশেষ অবস্থান বা বিতরণের তথ্য ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে বারকোড স্ক্যান করে খুব সহজেই জানতে পারছেন। জিপিওসহ গুরুত্বপূর্ণ ডাকঘরসমূহে ডিজিটাল সিরিয়াল সিস্টেম চালুর কথাও উল্লেখ করেন তিনি।

নেতা-সন্ত্রাসীতে আঁতাত

ঢাকাকে ভারতের চোখে দেখার সম্ভাবনা কম

নবীন উদ্যোক্তাদের অভিজ্ঞতা শুনলেন প্রধান উপদেষ্টা

প্রিন্সিপাল স্টাফ অফিসারের পাকিস্তান সফর, প্রতিরক্ষা সচিবের সঙ্গে বৈঠক

প্রধান উপদেষ্টার কার্যালয় থেকে সরানো হলো পরিচালক মনিরুজ্জামানকে

গত বছর ৩১০ শিক্ষার্থীর আত্মহত্যা, ৬১ শতাংশই নারী: জরিপ

পাঁচ মাসে মাজার-দরগায় ৪৪ হামলা: প্রেস উইং

বিএফআইইউর সাবেক প্রধান মাসুদ বিশ্বাস গ্রেপ্তার

লেবানন থেকে ফিরলেন আরও ৪৭ বাংলাদেশি

বিয়ের পিঁড়িতে বসা হলো না হুমায়ুনের

সেকশন