হোম > জাতীয়

আয়নাঘর ঘুরে দেখলেন প্রধান উপদেষ্টা, দেখুন ছবিতে

আজকের পত্রিকা ডেস্ক­

ছবি: আজকের পত্রিকা

প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস গোপন বন্দিশালা (আয়নাঘর) ও টর্চার সেল (নির্যাতনকেন্দ্র) পরিদর্শন করেছেন।

আজ বুধবার বেলা ১১টার দিকে প্রধান উপদেষ্টা আয়নাঘর পরিদর্শনে যান। এ সময় তাঁর সঙ্গে ছিলেন আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান, গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান, উপদেষ্টা মাহফুজ আলম, তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মো. নাহিদ ইসলাম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া।

গুমসংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য ও সাংবাদিকেরাও এ সময় উপস্থিত ছিলেন। গোপন বন্দিশালাগুলো আগারগাঁও, কচুক্ষেত ও উত্তরা এলাকায় বলে জানিয়েছে প্রধান উপদেষ্টার প্রেস উইং।

গোপন বন্দিশালায় দেখা গেল ইলেকট্রিক শক দিয়ে নির্যাতনের চেয়ার। ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে বিভিন্ন বন্দিশালার ছবি গণমাধ্যমে পাঠানো হয়েছে। ড. ইউনূস গোপন বন্দিশালার বিভিন্ন কক্ষ ঘুরে ঘুরে দেখেন।

প্রধান উপদেষ্টার সহকারী প্রেস সচিব সুচিস্মিতা তিথি তাঁর ফেসবুক অ্যাকাউন্টে লিখেছেন, গত জুলাইয়ে নাহিদ ইসলামকে সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তুলে নিয়ে একটি কক্ষে আটকে রাখে। তিনি আজ সেই কক্ষটি নিজেই শনাক্ত করেছেন। নাহিদ ইসলাম জানিয়েছেন, যে কক্ষে তাঁকে রাখা হয়েছিলে সেখানে একপাশে টয়লেট হিসেবে একটি বেসিনের মতো ছিল। ৫ আগস্টের পর সেলগুলোর মাঝের দেয়াল ভেঙে ফেলা হয় এবং দেয়াল রং করা হয়।

দীর্ঘদিন যে ঘরে বন্দী ছিলে সেটির বর্ণনা দেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আমান আযমী। ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

প্রধান উপদেষ্টা সিনিয়র সহকারী প্রেস সচিব ফয়েজ আহম্মেদ তাঁর ফেসবুক অ্যাকাউন্টে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের একটি ভিডিও বক্তব্য পোস্ট করেন। আসিফও সেখানে তাঁকে যে কক্ষে রাখা হয়েছিল সেটি শনাক্ত করেন এবং বর্ণনা দেন।

গোপন বন্দিশালা ও বন্দী জীবনের বর্ণনা দেন ব্যারিস্টার আহমাদ বিন কাসেম (আরমান)। ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

প্রধান উপদেষ্টার কাছে বন্দী জীবনের বর্ণনা দেন এক ভুক্তভোগী। ছবি: ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

সংকীর্ণ বন্দিশালায় যেভাবে রাখা হতো তার বর্ণনা দেন এক ভুক্তভোগী। ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

জঙ্গি আখ্যা দিয়ে তুলে আটকে রাখা এক ভুক্তভোগী অভিজ্ঞতা বর্ণনা করেন। ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

গোপন বন্দিশালা ও টর্চার সেলের বর্ণনা দেন গুম কমিশন সংশ্লিষ্টরা। ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

ভুক্তভোগীদের মুখে অভিজ্ঞতা শোনেন প্রধান উপদেষ্টা। ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

টর্চার সেলের বর্ণনা দেন এক ভুক্তভোগী। ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

গোপন বন্দিশালার দেয়ালে ভুক্তভোগীদের হাতে লেখা দেখেন প্রধান উপদেষ্টা। ছবি: প্রধান উপদেষ্টার প্রেস উইং

সব রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পুলিশ মোতায়েন করতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে ইসির নির্দেশনা

মানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

‘জুলাই যোদ্ধা’ শনাক্তে এবার গোয়েন্দা তদন্ত

সচিবালয়ের ১৪ কর্মচারী বরখাস্ত

ঢাকা-দিল্লি সম্পর্কে ফের উত্তাপ

সাংবাদিক আনিস আলমগীরের মুক্তি চায় অ্যামনেস্টি

জিয়াউলের বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে গুম-খুনের অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

বিএনপি নেতা ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে: চিফ প্রসিকিউটর

ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

৮ ভুয়া প্রতিষ্ঠানের নামে অর্ধশত কোটি টাকা লুট