Ajker Patrika
হোম > জাতীয়

১৯৬ কর্মকর্তাকে যুগ্ম সচিব পদে পদোন্নতি

বিশেষ প্রতিনিধি, ঢাকা ­­

১৯৬ কর্মকর্তাকে যুগ্ম সচিব পদে পদোন্নতি

উপসচিব ও সমপর্যায়ের ১৯৬ জন কর্মকর্তাকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দিয়েছে সরকার। আজ বৃহস্পতিবার এই কর্মকর্তাদের পদোন্নতি দিয়ে একটি প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। পদোন্নতির পর তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

এবার যুগ্ম সচিব পদে পদোন্নতির জন্য ২৪তম ব্যাচকে বিবেচনা করা হয়েছে। এর আগে বাদপড়া অন্যান্য ব্যাচের কয়েকজন ইতিমধ্যে পদোন্নতি পেয়েছেন।

সংশ্লিষ্ট একজন কর্মকর্তা জানান, আওয়ামী লীগ সরকারের সময় জেলা প্রশাসক এবং মন্ত্রী, প্রতিমন্ত্রী ও উপমন্ত্রীর একান্ত সচিবের দায়িত্বে থাকা ২৪ তম ব্যাচের কর্মকর্তাদের মধ্যে বেশির ভাগকে যুগ্ম সচিব পদে পদোন্নতি দেওয়া হয়নি। এই ব্যাচে প্রশাসন ক্যাডারের ৩৩৬ জন কর্মকর্তার মধ্যে ১৩৯ জন যুগ্ম সচিব পদে পদোন্নতি পেয়েছেন।

পদোন্নতি পাওয়া নতুনদের নিয়ে এখন যুগ্ম সচিবের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ৩৭ জন।

সরকারের উপসচিব, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব ও সচিব পদে পদোন্নতি বিধিমালা অনুযায়ী, যুগ্ম-সচিব পদে প্রশাসন ক্যাডারের ৭০ শতাংশ এবং অন্যান্য ক্যাডারের ৩০ শতাংশ কর্মকর্তাদের বিবেচনায় নিতে হয়।

পদোন্নতি পাওয়া কর্মকর্তাদের জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিবের কাছে সরাসরি বা ই-মেইলে যোগদানপত্র দিতে বলা হয়েছে। পদোন্নতির আদেশে উল্লিখিত কর্মস্থল থেকে কোনো কর্মকর্তার দপ্তর বা কর্মস্থল ইতিমধ্যে পরিবর্তন হলে কর্মরত দপ্তরের নাম ঠিকানা উল্লেখ করে যোগদানপত্র দাখিল করতে বলা হয়েছে।

পরবর্তী সময়ে কোনো কর্মকর্তার বিরুদ্ধে কোনোরকম বিরূপ বা ভিন্নরূপ তথ্য পাওয়া গেলে, তার ক্ষেত্রে এই আদেশ সংশোধন বা বাতিল করার অধিকার কর্তৃপক্ষ সংরক্ষণ করে বলে প্রজ্ঞাপনে জানানো হয়েছে

বিচারপতি আখতারুজ্জামানের বিষয়ে পূর্ণাঙ্গ তদন্তের নির্দেশ রাষ্ট্রপতির

যথাযথ মূল্যায়ন না করলে আহত ও শহীদ পরিবারের সঙ্গে বেইমানি করা হবে: উপদেষ্টা ফরিদা আখতার

জুলাইয়ে আহতদের পাশে সেনাবাহিনী সব সময় থাকবে: সেনাপ্রধান

মঙ্গল শোভাযাত্রা নাম বাদ দেওয়ার চিন্তা, এবার বর্ষবরণ ‘নতুন রঙে’

জুলাই অভ্যুত্থানে আহতদের নিয়ে সেনাপ্রধানের ইফতার

বাসস এমডি মাহবুব মোর্শেদের বিরুদ্ধে মানহানির মামলা

যুগ্ম সচিব হয়েও ডিসির দায়িত্বেই থাকছেন ২১ জন

‘দুর্নীতিবাজ’ সরকারি কর্মচারীদের বিরুদ্ধে ব্যবস্থার নির্দেশ

৩ এপ্রিল নির্বাহী আদেশের ছুটি পাবেন না যারা

একনেকে ২১ হাজার কোটি টাকার ১৫ প্রকল্প অনুমোদন