নিজস্ব প্রতিবেদক, ঢাকা
প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের বিচ ভ্যালি, কিংশুক এবং সায়রি ইকো রিসোর্টে অগ্নিনির্বাপণে বাংলাদেশ নৌবাহিনী সহযোগিতা করেছে। পরে নৌসদস্যদের সঙ্গে যুক্ত হয় কোস্ট গার্ড, বিজিবি ও পুলিশ সদস্যরা। নৌবাহিনী, কোস্ট গার্ড, বিজিবি ও পুলিশের সম্মিলিত প্রচেষ্টায় সেন্ট মার্টিনের ভয়াবহ আগুন নিয়ন্ত্রণে আনা হয়।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর—আইএসপিআর সূত্রে এই তথ্য জানা গেছে।
আইএসপিআর জানায়, নৌবাহিনীর সাবমারসিবল পাম্পসহ বিভিন্ন ফায়ার ফাইটিং ইকুইপমেন্টের মাধ্যমে প্রায় তিন ঘণ্টার অক্লান্ত প্রচেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনা হয়।
এ সময় নৌবাহিনী আগুন নিয়ন্ত্রণের পাশাপাশি রিসোর্টসমূহে অবস্থানরত পর্যটকদের নিরাপদ স্থানে স্থানান্তরিত করেছে।
উল্লেখ্য, বাংলাদেশ নৌবাহিনীর সদস্যরা অগ্নিনির্বাপণের ওপর বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত হওয়ায় জাতীয় প্রয়োজনে অগ্নিনির্বাপণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। অগ্নিনির্বাপণসহ যেকোনো দুর্যোগকালীন সময়ে বাংলাদেশ নৌবাহিনী সর্বদা সহায়তা করে আসছে।