হোম > জাতীয়

শান্তিপূর্ণ বাংলাদেশ গড়তে নরওয়ে এবং ইউএনডিপির চুক্তি

শান্তিপূর্ণ এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়তে ঢাকায় নরওয়ের দূতাবাস এবং জাতিসংঘের উন্নয়ন–বিষয়ক প্রোগ্রামের (ইউএনডিপি) মধ্যে একটি চুক্তি স্বাক্ষর হয়েছে। আজ বৃহস্পতিবার নরওয়ে দূতাবাসে এই চুক্তি স্বাক্ষরিত হয়। 

এ বিষয়ে ইউএনডিপি বাংলাদেশের ওয়েবসাইটে বলা হয়েছে, বাংলাদেশ নিয়ে নরওয়ে এবং ইউএনডিপির মধ্যকার ওই চুক্তিটির মেয়াদকাল ধরা হয়েছে ২০২৫ সাল পর্যন্ত। নরওয়ের রাষ্ট্রদূত অ্যাস্পেন রিক্টার এবং ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার এই চুক্তিতে স্বাক্ষর করেন। 

নরওয়ে এবং ইউএনডিপি ২০২১ সাল থেকে ইউএনডিপির প্রকল্প ‘পার্টনারশিপ ফর এ মোর টলারেন্ট ইনক্লুসিভ বাংলাদেশ (পিটিআইবি)’ বাস্তবায়নে একসঙ্গে কাজ করে যাচ্ছে। এই প্রকল্পের মূল উদ্দেশ্য ভুল তথ্য ও বিদ্বেষের প্রচার প্রতিরোধ করে একটা সহনশীল বাংলাদেশ গড়ে তোলা। 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নরওয়ের রাষ্ট্রদূত অ্যাস্পেন রিক্টার বলেন, ‘ইতিবাচক মতবাদ তৈরির মাধ্যমে একটি সহনশীল, অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে পিটিআইবি প্রকল্পটি কাজ করে যাচ্ছে।’ 

ইউএনডিপির আবাসিক প্রতিনিধি স্টেফান লিলার আন্তরিক সহযোগিতার জন্য নরওয়েকে ধন্যবাদ জানান। তিনি বলেন, ‘নরওয়ের সঙ্গে আমাদের এই অংশীদারত্বের মাধ্যমে আমরা তরুণ ও নাগরিক সমাজকে সম্পৃক্ত করে অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনে কাজ করছি। নরওয়ের সঙ্গে চলমান এই উদ্যোগের মাধ্যমে আমরা ডিজিটাল সাক্ষরতা নিয়ে কাজ করব; যা এসডিজি লক্ষ্য ১৬ অর্জনে অবদান রাখতে পারে।’

যমুনা রেলসেতু: মেয়াদ বাড়ছে, কমছে প্রকল্পের খরচ

শুক্রবার সন্ধ্যায় দেশে আসবে ওসমান হাদির মরদেহ

অস্ত্রোপচারের সময় মারা যান ওসমান হাদি: ডা. আহাদ

ওসমান হাদির মৃত্যুতে শুক্রবার বিশেষ মোনাজাত, শনিবার রাষ্ট্রীয় শোক

হাদির মৃত্যুতে দেশ সাহসী কণ্ঠস্বর হারাল: প্রধান বিচারপতি

শহীদ ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব নেবে সরকার

ওসমান হাদির মৃত্যুর পর জাতির উদ্দেশে যা বললেন প্রধান উপদেষ্টা

জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

কিছুক্ষণের মধ্যে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির বিদায়ী সাক্ষাৎ