উত্তরা-বিমানবন্দর (ঢাকা) প্রতিনিধি
সংযুক্ত আরব আমিরাতগামী যাত্রীদের বিমানবন্দরে ৬ ঘন্টা পূর্বের পিসিআর টেস্টের বাধ্যবাধকতা প্রত্যাহার করা হয়েছে। এখন থেকে তাই আর যাত্রার ৬ ঘণ্টা আগে যে বাধ্যতামূলক পিসিআর টেস্ট করতে হতো তার কোনো দরকার হবে না। মঙ্গলবার দুপুর সাড়ে ১২টা এ তথ্য জানিয়েছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এ এইম এম তৌহিদ-উল আহসান।
তিনি জানান, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ আজ (মঙ্গলবার) সকাল ১০টা থেকে বিমানবন্দরে ৬ ঘন্টা পূর্বে পিসিআর টেস্টের বাধ্যবাধকতা প্রত্যাহার করেছে।
উল্লেখ্য, করোনা মহামারী রোধে গত বছরের আগস্ট মাসে সংযুক্ত আরব আমিরাত বাংলাদেশসহ ৬টি দেশের তালিকা প্রকাশ করে ঘোষণা দেয়, ওই দেশগুলো থেকে আরব আমিরাতে যেতে ইচ্ছুক যাত্রীদের সে দেশে প্রবেশের ৪৮ ঘণ্টা ও ৬ ঘণ্টা আগে দুই দফায় করোনাভাইরাসের দুইটি পরীক্ষার ফল সঙ্গে নিয়ে যেতে হবে।