দখিনা দুয়ার খুলেছে। আবেগ যেন বাঁধ মানে না। দিশেহারা মানুষ তাই মানেনি কোনো বাধা। নিরাপত্তাবেষ্টনী টপকে সেতুতে ঘুরে বেড়াতে ভেঙেছে নিয়ম। অনেক জায়গায় উৎসুক জনতার জন্য ক্ষতি হয়েছে নিরাপত্তাবেষ্টনীরও।
আজ শনিবার বেলা ১১টা ৫৮ মিনিটে সেতুর উদ্বোধন ঘোষণা করেন প্রধানমন্ত্রী। এরপর সেতু পার হয়ে জাজিরায় যান তিনি। প্রধানমন্ত্রী সেতু পার হওয়ার পরপরই সেতুর দিকে এগিয়ে আসে উৎসুক জনতা।
তবে পদ্মা সেতু হেঁটে পার হওয়া বা সেতুতে থামা যাবে না সেতু কর্তৃপক্ষের এমন নির্দেশনা থাকলেও তা মানছে উৎসুক জনতা।
এ সময় সেতুতে কিছু গাড়ি ও মোটরসাইকেলও উঠতে দেখা গেছে।