হোম > জাতীয়

কাল থেকে অনলাইনে পাওয়া যাবে ট্রেনের টিকিট

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: সরকারের সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল সোমবার থেকে স্বাস্থ্যবিধি মেনে অর্ধেক আসন ফাঁকা রেখে যাত্রীবাহী ট্রেন চলাচল শুরু হবে। আজ রোববার রেলপথ মন্ত্রী নূরুল ইসলাম সুজন এ তথ্য জানিয়েছেন।

ট্রেন চলাচলের বিষয়ে রেলপথ মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. শরিফুল আলম জানিয়েছেন, আগামীকাল থেকে ২৮ জোড়া আন্তনগর এবং নয় জোড়া মেইল এক্সপ্রেস ও কমিউটার ট্রেন সারা দেশে চলবে। অর্ধেক আসন ফাঁকা রেখে ট্রেনের ৫০ শতাংশ টিকিট অনলাইনে বিক্রি করা হবে। বাকি ট্রেনগুলো পর্যায়ক্রমে চালু হবে বলেও জানান তিনি।

এদিকে আগামীকাল থেকে যাত্রীবাহী লঞ্চও চালু হবে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। অন্যান্য গণপরিবহনের মতো এ ক্ষেত্রেও অর্ধেক যাত্রী পরিবহন করতে হবে এবং সবাইকে মাস্ক পরতে হবে। কোনো লঞ্চে এসব নির্দেশনা না মানা হলে রুট পারমিট বাতিল করা হবে বলে সতর্ক করা হয়েছে।

করোনা সংক্রমণের কারণে গত ৫ এপ্রিল থেকে বন্ধ ছিল আন্তজেলা যাত্রীবাহী বাস, ট্রেন ও লঞ্চ চলাচল।

করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউয়ের মধ্যে গত ৫ থেকে ১১ এপ্রিল লকডাউন ঘোষণা করে সরকার। এরপর ধাপে ধাপে মানুষের চলাচলে বিধিনিষেধ বা লকডাউনের মেয়াদ বাড়িয়ে ২৩ মে পর্যন্ত করা হয়। নতুন করে আরও সাত দিন লকডাউন বাড়াল সরকার। আজ রোববার ২৩ মে মধ্যরাত থেকে ৩০ মে মধ্যরাত পর্যন্ত লকডাউন বা মানুষের চলাচলে বিধিনিষেধ বাড়িয়ে প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। তবে এবার স্বাস্থ্যবিধি মেনে আন্তজেলা গণপরিবহন চলবে এবং হোটেল রেস্তোরাঁয় বসে খাওয়া যাবে।

বাংলা ভাষার প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক প্ল্যাটফর্ম চালু

ফ্যাসিস্ট রাষ্ট্রব্যবস্থা টিকিয়ে রাখার কারণেই হাদি গুলিবিদ্ধ: ফরহাদ মজহার

হাদির ওপর হামলা বিচ্ছিন্ন ঘটনা, আইনশৃঙ্খলার অবনতি হয়নি: সিইসি

অপ্রত্যাশিত ব্যক্তিদের আনাগোনা: সুপ্রিম কোর্টের এজলাসকক্ষে প্রবেশ সীমিত

আইনশৃঙ্খলা পরিস্থিতি: ভোটের আগে আতঙ্ক জনমনে

সুদানে শান্তিরক্ষা মিশনে হামলা: শোকে স্তব্ধ নিহত সেনাদের স্বজনেরা লাশের অপেক্ষায়

বুদ্ধিজীবী হত্যার দায়ে জামায়াতের দুই ছাত্রনেতা আশরাফ ও মুঈনুদ্দীনকে মৃত্যুদণ্ড দিয়েছিল ট্রাইব্যুনাল

হাদিকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে পাঠানো হবে: প্রেস উইং

পদায়নের জন্য রাজনৈতিক পদলেহন করবেন না—বিদায়ী ভাষণে বিচারকদের প্রধান বিচারপতি

চোরাগোপ্তা হামলার শঙ্কা থাকলেও ভোট নিয়ে শঙ্কা দেখছে না ইসি