Ajker Patrika
হোম > জাতীয়

রাজনীতিবিদেরা মুক্তিযুদ্ধ নিয়ে স্বার্থের রাজনীতি করেছেন: অধ্যাপক রওনক জাহান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা            

রাজনীতিবিদেরা মুক্তিযুদ্ধ নিয়ে স্বার্থের রাজনীতি করেছেন: অধ্যাপক রওনক জাহান
সিপিডির ফেলো অধ্যাপক রওনক জাহান মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বাধীনতা উৎসব উপলক্ষে স্মারক বক্তব্য দেন। ছবি: সংগৃহীত

মুক্তিযুদ্ধের বয়ান (ইতিহাস) নিয়ে রাজনৈতিকীকরণ করা হয়েছে বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) ফেলো অধ্যাপক রওনক জাহান। তিনি বলেন, ‘মুক্তিযুদ্ধের বয়ান নিয়ে রাজনৈতিকীকরণ করা হয়েছে। রাজনীতিবিদেরা সেই বয়ান সৃষ্টি করছেন তাঁদের নিজেদের রাজনৈতিক স্বার্থ উদ্ধার করার জন্য।’

রাজধানীর আগারগাঁওয়ে মুক্তিযুদ্ধ জাদুঘরের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকীতে আয়োজিত ‘আমাদের স্বাধীনতার আন্দোলন ও মুক্তিযুদ্ধ: রাজনীতি ও গবেষণার চ্যালেঞ্জ’ শীর্ষক স্মারক বক্তব্যে তিনি এই মন্তব্য করেন।

মুক্তিযুদ্ধ নিয়ে ইতিহাসভিত্তিক বইয়ের সংখ্যা অনেক কম জানিয়ে রওনক জাহান বলেন, ‘মুক্তিযুদ্ধ নিয়ে অনেক বই থাকলেও বেশির ভাগ স্মৃতিকথা। এসব বইয়ের বয়ানগুলো খণ্ডিত। কিন্তু যেকোনো দেশের স্বাধীনতাযুদ্ধের পর ধারণা করা হয়, অনেকগুলো গবেষণাভিত্তিক বই হবে। যেগুলো সর্বজন গৃহীত হবে দেশে ও বিদেশে। আমাদের দেশে ওই ধরনের গবেষণামূলক লেখা খুবই কম।’

তিনি আরও বলেন, ‘রাজনীতির কারণে গবেষণাগুলো অনেক বাধাগ্রস্ত হয়। তথ্য-উপাত্ত জোগাড় করা অনেক কঠিন হয়ে যায়। পাকিস্তান হওয়ার পর গত ৭০ বছরে বেশির ভাগ সময় আমরা গণতান্ত্রিক শাসনব্যবস্থায় ছিলাম না। গণতান্ত্রিক শাসনব্যবস্থা না থাকলে তখন সরকারকে নিয়ে সমালোচনামূলক কিছু লেখা কঠিন। গবেষণায় রাজনৈতিক দৃষ্টিভঙ্গির প্রভাব পড়লে ইতিহাসের বয়ান বিতর্কিত হয়ে যায়।’

মুক্তিযুদ্ধ জাদুঘরের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বাধীনতা উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে (বাঁ থেকে) সারওয়ার আলী, সারা যাকের, রওনক জাহান ও মফিদুল হক। ছবি: সংগৃহীত
মুক্তিযুদ্ধ জাদুঘরের ২৯তম প্রতিষ্ঠাবার্ষিকী ও স্বাধীনতা উৎসব উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে (বাঁ থেকে) সারওয়ার আলী, সারা যাকের, রওনক জাহান ও মফিদুল হক। ছবি: সংগৃহীত

অধ্যাপক রওনক জাহান বলেন, ‘মুক্তিযুদ্ধের বয়ান নিয়ে রাজনৈতিকীকরণ করা হয়েছে। রাজনীতিবিদেরা সেই বয়ান সৃষ্টি করছেন তাঁদের নিজেদের রাজনৈতিক স্বার্থ উদ্ধারের জন্য। এতে একেক সরকার একেকভাবে ইতিহাস লিখছে। ইতিহাসের নায়কেরাও পাল্টে যাচ্ছে। নতুন প্রজন্ম কয়েক বছর পর একেক রকম ইতিহাস পড়ে। তাহলে কোনটা সত্যি আর কোনটা মিথ্যা, সেটা প্রতিষ্ঠা করা কঠিন হয়ে যাচ্ছে।’

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন মুক্তিযুদ্ধ জাদুঘরের প্রতিষ্ঠাতা ও ট্রাস্টি সারওয়ার আলী। বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন ট্রাস্টি সারা যাকের। আর বক্তব্য দেন অন্যতম প্রতিষ্ঠাতা ট্রাস্টি মফিদুল হক।

ইউনূস-সির আলোচনায় উঠতে পারে তিস্তার পানি

সেনাপ্রধানের সঙ্গে মার্কিন সেনা প্রতিনিধিদলের সাক্ষাৎ

মোদি-ইউনূস বৈঠকের জন্য ঢাকার অনুরোধে সাড়া নেই দিল্লির

সরকারি চাকরিতে কোটা রাখা নিয়ে কমিটি গঠন

গণপূর্তের নতুন সচিব নজরুল ইসলাম

গুজব পরাজিত শক্তির মস্ত বড় হাতিয়ার: প্রধান উপদেষ্টা

ঈদে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে ১৫ নির্দেশনা

এস আলমের বিরুদ্ধে দেড় হাজার কোটি টাকার অবৈধ সম্পদের মামলা

মুক্তিযুদ্ধ, ’৯০ এবং ’২৪-এর লড়াইয়ের সুর এক: ঢাবি উপাচার্য

অমরত্বের যাত্রায় সন্‌জীদা খাতুন