কূটনৈতিক প্রতিবেদক, ঢাকা
আবারও টিকা রপ্তানি শুরু করল ভারত। শনিবার ভারতের সেরাম ইনস্টিটিউট থেকে আসছে ১০ লাখ কোভিশিল্ডের অ্যাস্ট্রাজেনেকার টিকা। ঢাকার ভারতীয় হাইকমিশন এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
হাইকমিশন জানায়, আজ শনিবার বিকেল ৫টা ৪০ মিনিটে সেরাম ইনস্টিটিউট থেকে ১০ লাখ টিকা ঢাকায় আসবে।
ভারতের সঙ্গে জটিলতার পর অবশেষে আটকে থাকা ২ কোটি ৩০ লাখ টিকা সরবরাহ শুরু করেছে। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার ৩ কোটি ডোজ টিকা কিনতে গত বছরের নভেম্বরে সেরাম ইনস্টিটিউট অব ইন্ডিয়া এবং বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের সঙ্গে ত্রিপক্ষীয় চুক্তি করে বাংলাদেশ। অগ্রিম অর্থও পরিশোধ করা হয়। কিন্তু চলতি বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে দুই চালানে ৭০ লাখ টিকা দিলেও ভারতের করোনা পরিস্থিতির কারণে ২ কোটি ৩০ লাখ টিকা আটকে দেয় দেশটির সরকার। এতে করে চরম সংকটে পড়ে বাংলাদেশ। প্রায় ছয় মাস পর আবারও টিকা রপ্তানির অনুমোদন দিল ভারত সরকার।