হোম > জাতীয়

শিমুল বিশ্বাসের নেতৃত্বে রেল কর্মকর্তাদের সঙ্গে শ্রমিকদের বৈঠক, সমাধান এল না

আজকের পত্রিকা ডেস্ক­

মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ঢাকা রেলওয়ে স্টেশনের ভিআইপি রুমে বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: সংগৃহীত

কর্মবিরতি প্রত্যাহারে রাজি করাতে রেলওয়ের শ্রমিকদের বিভিন্ন সংগঠনকে নিয়ে বৈঠকে বসেছিলেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম। এ সময় ছিলেন বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও জাতীয়তাবাদী শ্রমিক দলের সমন্বয়ক শামসুর রহমান শিমুল বিশ্বাস। কিন্তু বৈঠকে বিষয়টির কোনো সুরাহা হয়নি। রানিং স্টাফদের দাবি, তাঁরা এই বৈঠকে ছিলেন না। তবে তাঁদের দাবির পক্ষে অন্য সংগঠন বৈঠকে অংশ নিয়েছে।

আজ মঙ্গলবার দুপুর দেড়টার দিকে ঢাকা রেলওয়ে স্টেশনের ভিআইপি রুমে এই বৈঠক অনুষ্ঠিত হয়। শামসুর রহমান শিমুল বিশ্বাসের সঙ্গে মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তিনি আজকের পত্রিকাকে বলেন, তিনি একটি মিটিংয়ে আছেন। এ বিষয়ে পরে জানাবেন।

রেলওয়ের রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতির ঢাকা বিভাগীয় কমিটির সাধারণ সম্পাদক সাঈদুর রহমান আজ সন্ধ্যায় আজকের পত্রিকাকে বলেন, ‘এই বৈঠক আমাদের সঙ্গে ছিল না। এটা রেলওয়ের যে অন্যান্য ট্রেড ইউনিয়ন আছে যারা আমাদের এই অধিকার রক্ষার সঙ্গে একমত তারা বসেছিল। তারা সবাই শামসুর রহমান শিমুল বিশ্বাসের নেতৃত্বে বৈঠক করেছেন। এটা আমাদের অধিকার নিয়েই, যা খর্ব করা হয়েছে।’

এই শ্রমিক নেতা বলেন, ‘আমরা সবাইকে বুঝিয়েছি আমাদের বিষয়গুলো। সেখানে সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহও ছিলেন। আমরা তাঁদেরও বুঝিয়েছি। আমাদের যে দাবিগুলো এই ব্যাপারে সবাই একমত। তবে এই দাবিগুলো কেন রেল মন্ত্রণালয় অগ্রাধিকারে নিচ্ছে না বা অর্থ মন্ত্রণালয় এটাকে অগ্রাহ্য করছে, সেটা আমাদের জানা নেই।’

সাঈদুর রহমান বলেন, ‘এই আন্দোলনকে অন্য কিছু ভাবার সুযোগ নেই। এখন রেলপথ মন্ত্রণালয় এটাকে অগ্রাহ্য করলে আমরা দায়ভার নিতে পারি না। আমরা কর্মসূচি দিয়েছি আর এটা ততক্ষণ চলমান থাকবে যতক্ষণ না রেলওয়ের বিধিবিধান অনুযায়ী আমাদের প্রাপ্যটা না পাব।’

তবে তিনি বৈঠকে অংশ নেননি উল্লেখ করে বলেন, ‘আমার শামসুর রহমান শিমুল বিশ্বাসদের সঙ্গে কথা হয়েছে। রেলওয়ের কারও সঙ্গে বৈঠক হয়নি।’

যমুনা রেলসেতু: মেয়াদ বাড়ছে, কমছে প্রকল্পের খরচ

আজ সন্ধ্যায় দেশে আসবে ওসমান হাদির মরদেহ

অস্ত্রোপচারের সময় মারা যান ওসমান হাদি: ডা. আহাদ

ওসমান হাদির মৃত্যুতে আজ বিশেষ মোনাজাত, শনিবার রাষ্ট্রীয় শোক

হাদির মৃত্যুতে দেশ সাহসী কণ্ঠস্বর হারাল: প্রধান বিচারপতি

শহীদ ওসমান হাদির স্ত্রী ও একমাত্র সন্তানের দায়িত্ব নেবে সরকার

ওসমান হাদির মৃত্যুর পর জাতির উদ্দেশে যা বললেন প্রধান উপদেষ্টা

জাতির উদ্দেশে ভাষণ দিচ্ছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস

কিছুক্ষণের মধ্যে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

রাষ্ট্রপতির সঙ্গে প্রধান বিচারপতির বিদায়ী সাক্ষাৎ