হোম > জাতীয়

দুই ওসি প্রত্যাহার, ৬৩ পুলিশ সদস্যকে বদলি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ঝিনাইদাহের শৈলকুপা আর হরিনাকুণ্ডের ওসিকে প্রত্যাহার করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ ছাড়া ঢাকা রেঞ্জের ৬৩ জন পুলিশ সদস্যকে পদায়ন ও বদলীর জন্য ইসির অনুমতি চেয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। 

উপপরিদর্শকসহ (এসআই) ৬৩ পুলিশ সদস্যের বদলির জন্য ইসির অনুমতি চাওয়া স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের দেওয়া চিঠিতে বলা হয়, ঢাকা রেঞ্জের যোগদানকৃত একজন এসআই, একজন এএসআই, দুইজন নায়েক ও ৫৯ জন কনস্টেবল, সর্বমোট ৬৩ জন পুলিশ সদস্যকে ঢাকা রেঞ্জাধীন বিভিন্ন জেলা, ইউনিটে পদায়ন, বদলির জন্য ইসির সম্মতি গ্রহণের জন্য পুলিশ অধিদপ্তর হতে এ বিভাগে অনুরোধ করা হয়েছে।

পুলিশ সদস্যদের বদলীর বিষয়টি পদোন্নতি জনিত বলে জানিয়েছেন ইসির অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। তিনি বলেন, এ সংক্রান্ত নথিটি অনুমোদনের অপেক্ষায় রয়েছে। 

এ ছাড়া পুলিশ ও প্রশাসনের কয়েকজনে বিরুদ্ধে ইসির কাছে অভিযোগ রয়েছে। এ বিষয়ে আজ শনিবার নির্বাচন কমিশনার মো. আনিছুর রহমান সাংবাদিকদের বলেন, ‘পুলিশ এখন কোথাও নির্লিপ্ত নাই। প্রায় প্রত্যেকের মধ্যেই এটা কাজ করছে যে, নির্বাচন কমিশন কাউকে ছাড় দিচ্ছে না। আপনারা দেখেছেন অনেক পর্যায়ে বদলী হয়েছে, আরও হয়তো কিছু বদলী হতে পারে। এগুলো প্রক্রিয়াধীন।’

তিনি আরও বলেন, ‘দায়িত্ব অবহেলা প্রমাণ হলে কর্মকর্তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা হবে। আপনারা দেখেছেন আমরা কাউকেই ছাড় দিচ্ছি না।’

পক্ষপাতের অভিযোগে কয়েকজন ডিসি, এসপি, ইউএনও এবং ওসিকে বদলি বা প্রত্যাহার করার পরিকল্পনা ইসির রয়েছে বলে জানা গেছে।

সাংবাদিক আনিস আলমগীরের মুক্তি চায় অ্যামনেস্টি

জিয়াউলের বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে গুম-খুনের অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

বিএনপি নেতা ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে: চিফ প্রসিকিউটর

ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

৮ ভুয়া প্রতিষ্ঠানের নামে অর্ধশতকোটি টাকা লুট

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ উদ্বোধন করলেন প্রধান বিচারপতি

সৌদি আরবে বিনা অনুমতিতে রাজনৈতিক সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক, সতর্ক করল দূতাবাস

নিজের বিচার সরাসরি সম্প্রচার চান হাসানুল হক ইনু

২০ ফেব্রুয়ারি শুরু হবে অমর একুশে বইমেলা

বাংলাদেশে নির্বাচন নিয়ে ভারতের ‘নসিহত’ সম্পূর্ণ অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা