রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদচ্যুতির দাবিতে বঙ্গভবনের সামনে বিক্ষোভ চলছে। ব্যারিকেড ভেঙে বঙ্গভবনে ঢোকার চেষ্টা করছেন বিক্ষোভকারীরা। তাঁদেরকে সরে যাওয়ার অনুরোধ জানাচ্ছে সেনাবাহিনী।
আজ মঙ্গলবার সন্ধ্যার পর পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা আন্দোলনকারীদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করে দিলেও পরে ফের জড়ো হন বিক্ষোভকারীরা। রাজউকের সামনের সড়কে আগুন জ্বালিয়ে নানা স্লোগান দেওয়া হচ্ছে।
সরেজমিনে দেখা যায়, আজ মঙ্গলবার রাত সাড়ে ৮টার দিকে ব্যারিকেড ভেঙে বিক্ষোভকারীরা বঙ্গভবনে ঢুকতে গেলে পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এ সময় তিনজন আহত হয়। পরে বিক্ষোভকারীদের ধাওয়া খেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে চলে যায়। এখন সেনাবাহিনী ব্যারিকেডের ওপারে কড়া পাহারা দিচ্ছে।
আজ মঙ্গলবার দিনভরই রাষ্ট্রপতির পদত্যাগ দাবিতে নানা কর্মসূচি পালন করা হচ্ছে। ‘রক্তিম জুলাই-২০২৪’ ব্যানারে বিকেলে ঘেরাও কর্মসূচি থেকে রাষ্ট্রপতির পদত্যাগে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেওয়া হয়।
আন্দোলনকারীরা বলেন, ‘বর্তমান রাষ্ট্রপতি আওয়ামী লীগ ও শেখ হাসিনার দোসর। তাঁর এমন বক্তব্যের পর তিনি রাষ্ট্রপতি পদে থাকতে পারেন না। তাই তাঁকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিচ্ছি, তিনি যেন রাষ্ট্রপতির পথ থেকে পদত্যাগ করেন। তিনি যদি ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগ না করে, তাহলে তাঁকে কীভাবে পথ থেকে সরাতে হয়, তা ছাত্র-জনতা জানে। ২৪ ঘন্টার আল্টিমেটামে কাজ না হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।’
এদিকে ইনকিলাব মঞ্চ নামের ব্যানারে আরেকটি সংগঠনের অর্ধশত লোকজন বঙ্গভবনের সামনে হাজির হয়ে বলে, বর্তমান রাষ্ট্রপতি যেন দ্রুত পদত্যাগ করেন।