হোম > জাতীয়

ডিসিদের যেকোনো মূল্যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আয়োজনের বার্তা দেওয়া হবে: ইসি আনোয়ারুল

অনলাইন ডেস্ক

নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার। ছবি: আজকের পত্রিকা

নির্বাচন কমিশনার মো. আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, আগামী ১৮ তারিখ সন্ধ্যায় জেলা প্রশাসক সম্মেলনে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, স্বচ্ছ নির্বাচন আয়োজনের বার্তা দেওয়া হবে। আজ রোববার দুপুরে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

ইসি আনোয়ারুল বলেন, নির্বাচন কমিশনের কাজ হলো নির্বাচন করা। নির্বাচনে জেলা প্রশাসকেরা গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন। ডিসিদের জন্য আমাদের বার্তা থাকবে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, স্বচ্ছ নির্বাচনের জন্য প্রতিজ্ঞাবদ্ধ থাকার। কারণ নির্বাচন না হওয়ার কোনো বিকল্প নেই।

ইসি আরও বলেন, ‘আমরা একটি উত্তম নির্বাচন করতে চাচ্ছি। যেকোনো মূল্যে এটি করতে হবে। সেই বার্তাটি আমরা দেওয়ার চেষ্টা করব।’

মাঠ প্রশাসন কমিশনের কথা শোনে না, এমন সমালোচনা প্রসঙ্গে নির্বাচন কমিশনার বলেন, ‘এর আগে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে যে নির্বাচনগুলো হয়েছে, এই প্রশাসনকে নিয়েই হয়েছে। যেহেতু সরকারের পক্ষ থেকে কোনো ধরনের চাপ বা প্রভাব থাকবে না, সেহেতু আমরা আশাবাদী সুষ্ঠু ও সুন্দর নির্বাচন হবে। এতে করে কেউ সাহস পাবে না। কারণ আমাদের সামনে ভালো উদাহরণও রয়েছে, খারাপ উদাহরণও রয়েছে। কমিশন বিশ্বাস করে, খারাপ উদাহরণ সৃষ্টি হবে না এবং উত্তম নির্বাচন বাংলাদেশের ইতিহাসে হবে।’

আওয়ামী লীগ নিষিদ্ধ ও নিবন্ধন বাতিলের দাবি প্রসঙ্গে প্রশ্নের জবাবে ইসি আনোয়ারুল বলেন, ‘আমাদের এ বিষয়ে বলার সময় আসেনি। আরেকটু অপেক্ষা করতে হবে। আরও সময় লাগবে আমাদের। এখনই কিছু বলতে চাচ্ছি না। সময়ই আমাদের গাইড করবে আমরা কী করব।’

ডিসিদের দলীয় মানসিকতার বিষয়ে এই নির্বাচন কমিশনার বলেন, নির্বাচনের কাজে সহায়তা করার জন্য সবাই বাধ্য। যখন তফসিল হবে এবং নির্বাচন কমিশন যখন মনে করবে যেখানে যে নিরপেক্ষ ডিসিকে পদায়ন প্রয়োজন, সেই বিষয়ে কমিশন কঠোরভাবে অটল থাকবে।

নিজস্ব কর্মকর্তাদের রিটার্নিং কর্মকর্তা নিয়োগের বিষয়ে তিনি বলেন, কমিশন এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি।

সীমানা পুনর্নির্ধারণের বিষয়ে তিনি বলেন, বিভিন্ন এলাকা থেকে প্রায় ৪০০ আবেদন এসেছে। আবেদনগুলো পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হবে। নির্বাচন কমিশনের কাছে যথোপযুক্ত হবে, সেটাই হবে।

ট্রেনের টিকিট যেন অমাবস্যার চাঁদ

কানাডায় বাংলা নববর্ষ উদ্‌যাপন

বাংলাদেশ-পাকিস্তান পররাষ্ট্রসচিব পর্যায়ের বৈঠক বসছে দেড় দশক পর

এলডিসি থেকে উত্তরণে প্রয়োজনীয় প্রস্তুতির নির্দেশ প্রধান উপদেষ্টার

মিয়ানমারে ত্রাণ হস্তান্তর শেষে দেশে ফিরল নৌবাহিনীর জাহাজ

আরও সাত প্রাথমিক বিদ্যালয়ে বঙ্গবন্ধু ও আ.লীগ নেতাদের নাম বাদ

জুলাই অভ্যুত্থানে আহতদের দৃষ্টিশক্তি ফিরিয়ে আপ্লুত লন্ডনের সার্জনরা

গুলশানে টিউলিপের ‘ঘুষের ফ্ল্যাট’, দুদকের মামলা

২৫ জেলায় ২৪ ঘণ্টায় আম পৌঁছে দিচ্ছে ডাক বিভাগের ‘স্পিড পোস্ট’

স্বরাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ফিলিস্তিনের রাষ্ট্রদূতের সাক্ষাৎ