হোম > জাতীয়

ফাইজারের টিকা আসছে রোববার

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: দেশে চতুর্থ ভ্যাকসিন হিসেবে জরুরি ব্যবহারের অনুমোদন পাওয়া মার্কিন ফার্মা জায়ান্ট ফাইজার–বায়োএনটেকের টিকা আগামী রোববার ঢাকায় আসছে। এদিন রাত ১১টা ২০ মিনিটে কাতার এয়ারলাইন্সের একটি ফ্লাইটে এই টিকা আসার কথা রয়েছে।

জাতিসংঘের টিকা জোট কোভ্যাক্স থেকে দুই ডোজের এই টিকা পাচ্ছে বাংলাদেশ। প্রথম দফায় আসবে ১ লাখ ৬২০ ডোজ। আজ বৃহস্পতিবার স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা (পিআরও) মাইদুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে আজই এই টিকার জরুরি ব্যবহারের অনুমোদন দেয় ওষুধ প্রশাসন অধিদপ্তর।

তবে এই টিকার সংরক্ষণ ও প্রয়োগ পদ্ধতি নিয়ে এখনো সিদ্ধান্ত নিতে পারেনি সরকার। ভ্যাকসিনটি ১২ বছর বা তদূর্ধ্ব বয়সের ব্যক্তিদের জন্য ব্যবহারযোগ্য হলেও বাংলাদেশে ৪০ বছরের ওপরের ব্যক্তিরাই আপাতত এই টিকা নিতে পারবেন। প্রথম ডোজ নেওয়ার তিন থেকে চার সপ্তাহের পর দ্বিতীয় ডোজ নেওয়া হবে। এটি মাইনাস ৯০ থেকে ৬০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় রাখতে হয়।

এ প্রসঙ্গে স্বাস্থ্য অধিদপ্তরের লাইন ডিরেক্টর অধ্যাপক ডা. রোবেদ আমিন আজকের পত্রিকাকে বলেন, ফাইজারের টিকার জন্য যে তাপমাত্রা প্রয়োজন তা ঢাকা ছাড়া অন্যান্য বিভাগীয় ও জেলা শহরে নেই বললেই চলে। এটির সংরক্ষণাগার নিয়ে আমরা কিছুটা চিন্তিত। তাই টিকা হাতে পেলে কেবলমাত্র ঢাকার বসবাসরতদের এই টিকা দিতে পারবো আমরা।

রোবেদ আমিন বলেন, ফাইজারের টিকা দিয়ে প্রথম ডোজ দেওয়া হবে নাকি দ্বিতীয় ডোজ–তা নিয়ে এখনো সিদ্ধান্তে আসা যায়নি। দু–একদিনের মধ্যেই আশা করা যায় সিদ্ধান্ত নেওয়া সম্ভব হবে।

সাংবাদিক আনিস আলমগীরের মুক্তি চায় অ্যামনেস্টি

জিয়াউলের বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে গুম-খুনের অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

বিএনপি নেতা ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে: চিফ প্রসিকিউটর

ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

৮ ভুয়া প্রতিষ্ঠানের নামে অর্ধশতকোটি টাকা লুট

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ উদ্বোধন করলেন প্রধান বিচারপতি

সৌদি আরবে বিনা অনুমতিতে রাজনৈতিক সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক, সতর্ক করল দূতাবাস

নিজের বিচার সরাসরি সম্প্রচার চান হাসানুল হক ইনু

২০ ফেব্রুয়ারি শুরু হবে অমর একুশে বইমেলা

বাংলাদেশে নির্বাচন নিয়ে ভারতের ‘নসিহত’ সম্পূর্ণ অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা