যৌথ সংবাদ সম্মেলন
ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী সম্প্রতি এক অনুষ্ঠানে ‘ধর্ষণ’ শব্দের পরিবর্তে ‘নারী নির্যাতন’ বা ‘নারী নিপীড়ন’ ব্যবহারে গণমাধ্যমের প্রতি আহ্বান জানান। এ বক্তব্যের প্রতিবাদ জানিয়েছে শিশু সুরক্ষা ও মানবাধিকার নিয়ে কাজ করা পাঁচটি বেসরকারি সংস্থা (এনজিও)। তারা বলছে, ‘ধর্ষণকে ধর্ষণই বলতে হবে।’
শিশু ধর্ষণ, নির্যাতন ও হত্যার ঘটনায় দ্রুত এবং কার্যকর বিচারের দাবিতে বেসরকারি সংস্থা সেভ দ্য চিলড্রেন, প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ, মানুষের জন্য ফাউন্ডেশন, আইন ও সালিশ কেন্দ্র এবং ব্রেকিং দ্য সাইলেন্স যৌথভাবে গতকাল রোববার রাজধানীর ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলন থেকে এ দাবি জানানো হয়।
সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মানুষের জন্য ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক শাহীন আনাম বলেন, ‘কালকে বলা হলো, ধর্ষণ না বললে ভালো হয়; কারণ, শব্দটা আনপ্লিজেন্ট (অস্বস্তিকর), কাজটাই তো আনপ্লিজেন্ট—আমরা খুবই অবাক হয়েছি এটা শুনে। অবাক হয়েছি, কারণ, তিনি (ডিএমপি কমিশনার) বলেছেন ব্রুটাল, নারী নির্যাতন বা নিপীড়ন যা-ই বলেন না কেন, এসবে সেক্সুয়াল ভায়োলেন্স, যৌন নিপীড়নের ব্যাপারটা আছে, তা আসবে না।’
এই মানবাধিকারকর্মী আরও বলেন, ‘আমরা যদি বলি অ্যাসাল্ট, তাহলেও তো হলো না। ধর্ষণ না বললে একটা যৌন নির্যাতন ও নিপীড়নের বিষয় আছে, সেটি ডাইলুট (লঘু) হয়ে যাবে। এটা আমরা মানতে পারছি না, আমরা চাইও না এটা বাদ দেওয়া হোক।’
সেভ দ্য চিলড্রেনের চাইল্ড প্রোটেকশন ও চাইল্ড রাইটস গভর্ন্যান্স বিভাগের পরিচালক আবদুল্লাহ আল মামুন বলেন, ‘নারী নির্যাতন একটি বিস্তৃত বিষয়। তার মধ্যে ধর্ষণ অন্যতম জঘন্য অপরাধ। সব অপরাধকে যদি সাধারণীকরণ করা হয়, তাহলে যথাযথ আইন প্রয়োগ করা সম্ভব হবে না।’
সংবাদ সম্মেলনে সংগঠনগুলোর প্রতিনিধিরা শিশুদের সুরক্ষা নিশ্চিত করতে বিচারব্যবস্থার সংস্কার এবং অপরাধীদের দ্রুত ও কার্যকর আইনিপ্রক্রিয়ার আওতায় আনার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা বলেন, সম্প্রতি মাগুরায় ৮ বছর বয়সী এক শিশুকে নির্মমভাবে নির্যাতন ও ধর্ষণের ঘটনা সমাজে শিশুদের নিরাপত্তাহীনতার করুণ বাস্তবতা তুলে ধরেছে। শিশুদের প্রতি এমন সহিংসতা শুধু তাদের জীবনের নিরাপত্তাকেই হুমকির মুখে ফেলছে না; বরং জাতির নৈতিকতা ও মূল্যবোধকেও গভীরভাবে আঘাত করছে। বক্তারা শিশু নির্যাতন-সংক্রান্ত মামলাগুলোর দ্রুত ও কার্যকর সমাধানের লক্ষ্যে একটি ‘শিশু সংস্কার কমিশন’ গঠনের আহ্বান জানান।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) সমন্বয়ক তামান্না হক রীতি, ব্রেকিং দ্য সাইলেন্সের পরিচালক (প্রোগ্রাম অ্যান্ড প্ল্যানিং) মোহাম্মদ জাহিদুল ইসলাম ও প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর কবিতা বোস।
আরও পড়ুন:–