হোম > জাতীয়

বৈষম্যবিরোধী আন্দোলনে নিহতদের জাতীয় বীর ঘোষণা করতে রুল 

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের কেন জাতীয় বীর ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। সেই সঙ্গে সব আহত ও গ্রেপ্তারকৃতদের কেন মুক্তিযোদ্ধা ঘোষণা করা হবে না, তাও জানতে চাওয়া হয়েছে রুলে। 

চট্টগ্রামের নাসিরাবাদ হাউজিং সোসাইটির বাসিন্দা মোহাম্মদ আলী নাজির শাহীনের করা রিটের পরিপ্রেক্ষিতে আজ মঙ্গলবার বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা ও বিচারপতি কাজী জিনাত হকের বেঞ্চ এই রুল জারি করেন। 

আবেদনের পক্ষে শুনানি করেন—জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন। সঙ্গে ছিলেন আইনজীবী মো. রায়হান আলম। 

আদেশের পর রায়হান আলম বলেন, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে নিহতদের জাতীয় বীর এবং আহত ও গ্রেপ্তারকৃতদের মুক্তিযোদ্ধা কেন ঘোষণা করা হবে না, নিহতদের পরিবারকে কেন পুনর্বাসন করা হবে না, সব আহত ও গ্রেপ্তারকৃতদের ১৯৭১ সালের মুক্তিযোদ্ধাদের সমপরিমাণ মাসিক সুযোগ–সুবিধা কেন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। 

স্বরাষ্ট্রসচিব, আইনসচিব, জনপ্রশাসন সচিব, মুক্তিযুদ্ধ বিষয়ক সচিব, স্বাস্থ্যসচিব, পুলিশের মহাপরিদর্শককে রুলের জবাব দিতে বলা হয়েছে। এর আগে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন যুক্ত করে রিটটি করেন চট্টগ্রামের নাসিরাবাদ হাউজিং সোসাইটির বাসিন্দা মোহাম্মদ আলী নাজির শাহীন।

সাংবাদিক আনিস আলমগীরের মুক্তি চায় অ্যামনেস্টি

জিয়াউলের বিরুদ্ধে শতাধিক ব্যক্তিকে গুম-খুনের অভিযোগ আমলে নিলেন ট্রাইব্যুনাল

বিএনপি নেতা ইলিয়াস আলীকে হত্যা করা হয়েছে: চিফ প্রসিকিউটর

ওসমান হাদির অবস্থা অত্যন্ত সংকটাপন্ন

৮ ভুয়া প্রতিষ্ঠানের নামে অর্ধশতকোটি টাকা লুট

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল–২ উদ্বোধন করলেন প্রধান বিচারপতি

সৌদি আরবে বিনা অনুমতিতে রাজনৈতিক সভা করায় কয়েকজন বাংলাদেশি আটক, সতর্ক করল দূতাবাস

নিজের বিচার সরাসরি সম্প্রচার চান হাসানুল হক ইনু

২০ ফেব্রুয়ারি শুরু হবে অমর একুশে বইমেলা

বাংলাদেশে নির্বাচন নিয়ে ভারতের ‘নসিহত’ সম্পূর্ণ অগ্রহণযোগ্য: পররাষ্ট্র উপদেষ্টা