সুদানে বিবদমান সশস্ত্র বাহিনীগুলোর মধ্যে ক্ষমতার লড়াইয়ে বিশৃঙ্খল পরিস্থিতির মধ্যে দেশটিতে বাংলাদেশ কনসাল জেনারেলের অফিসটি চালু রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আজ সোমবার ঢাকায় এক ব্রিফিংয়ে এ কথা বলেন।
দেশটিতে বাংলাদেশের প্রায় ১ হাজার ৫০০ নাগরিক আছে জানিয়ে তিনি বলেন, তাঁদের সেবা দেওয়া অব্যাহত রাখতে মিশনটি চালু থাকবে।
যাঁদের সুদানে যাওয়ার পরিকল্পনা আছে, তাঁদের কেউ এখন যাবেন না—এমন নির্দেশনা দিয়ে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সেখানকার অবস্থা স্থিতিশীল নয় বলে আগেই সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া দরকার।
মিশনের লোকদেরও সতর্কতামূলক ব্যবস্থা নিতে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান পররাষ্ট্রমন্ত্রী।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ও জনকূটনীতি বিভাগের মহাপরিচালক সেহেলী সাবরীন ব্রিফিংয়ে উপস্থিত ছিলেন।